এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতাকে বড়সড় ধাক্কা দিয়ে প্রাক্তন নেত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুকুলের

মমতাকে বড়সড় ধাক্কা দিয়ে প্রাক্তন নেত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মুকুলের


এক সময় তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত সৈনিক‌। অনেক দিন আগে সেই তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল বিরোধী ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। আর বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই নিজের প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে চলেছেন বঙ্গ রাজনীতির চাণক্য তথা তৃণমূলের প্রাক্তন সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায়। করোনা ভাইরাস রাজ্যে ভয়াবহ আকার নেওয়ার পর থেকে লকডাউনকে মান্যতা দিয়ে সেভাবে কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি বাংলার এই হেভিওয়েট বিজেপি নেতাকে।

তবে দুর্যোগের সময় বিরোধিতা সত্ত্বেও, রাজ্য সরকারকে সহযোগিতা করার বার্তা দিয়েছিলেন তিনি। কিন্তু একদিকে করোনা ভাইরাস এবং অন্যদিকে আমপানের মতো ভয়াবহ দুর্যোগ মোকাবিলা না করতে পারায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যর্থ বলে দাবি করলেন সেই মুকুল রায়। সূত্রের খবর, এদিন বঙ্গ বিজেপির চাণক্য মুকুল রায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে রক্ষা করতে পারছেন না। তিনি করোনা মোকাবিলা করতে পারেননি। আবার আমপানের বিপর্যয় মোকাবিলা করতেও পারেননি। দুই ক্ষেত্রেই তিনি ব্যর্থ হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই বাংলার উন্নতি চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার কুর্সি থেকে সরাতে হবে। তিনি যেমন একাধারে মুখ্যমন্ত্রী, আবার তিনি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু তিনি করোনা মোকাবিলা করতে ব্যর্থ।” আর এরপরই আমপানের বিপর্যয় নিয়ে নিজের প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন মুকুল রায়। তিনি বলেন, “আমপানের পর 6 দিন পেরিয়ে গেছে। মেট্রো শহর কলকাতা এখনও স্বাভাবিক হয়নি। কলকাতার মানুষ এখনও পরিষেবা পায়নি। মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই ব্যর্থতা ঢাকতে পারবেন না। মানুষই আওয়াজ তুলেছে, আর নয় মমতা।”

বিশ্লেষকরা বলছেন, এতদিন ভয়াবহ দুর্যোগের সময় সেভাবে মুকুলবাবু রাজনীতি করেননি। বরং সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছিলেন তিনি। যাকে ভালো চোখেই নিয়েছিল বাংলার মানুষ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে এবং যেভাবে ভয়াবহ দুর্যোগের পর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থেকে জল পরিষেবা কার্যত বিপর্যস্ত এমতাবস্থায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যার্থ বলে রীতিমতো শোরগোল তুলে দিলেন মুকুল রায়। আর মুকুল রায়ের এভাবে সরব হওয়ার ঘটনায় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই চাপে পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!