এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BREAKING NEWS- ৩ রা মের পর ধীরে ধীরে লকডাউন তুলে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

BREAKING NEWS- ৩ রা মের পর ধীরে ধীরে লকডাউন তুলে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


গোটা বিশ্বের পাশাপাশি ভারতও বর্তমানে করোনা ভাইরাসের আক্রমণে দিশেহারা। সেই ভাইরাসকে বসে রাখতে আপাতত গৃহবন্দী থাকাই বিশেষজ্ঞরা। কেননা, এখনও পর্যন্ত এই ভাইরাসের কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার হয় নি। আর তাই, দেশবাসীকে সুস্থ রাখতে ও করোনা থেকে বাঁচাতে প্রধানমন্ত্রী আপাতত দু দফায় গোটা দেশে লকডাউন জারি রেখেছেন।

দ্বিতীয় দফার সেই লকডাউন উঠতে চলেছে আগামী ৩ রা মে। কিন্তু কি হবে তারপর? করোনাকে কাবু করে আবার কি স্বাভাবিক ছন্দে ফিরবে গোটা দেশ? লাখ টাকার প্রশ্ন এখন এটাই। কেননা গৃহবন্দী থাকায় কর্মসংস্থান ও অর্থনীতি আর্য্য তলানিতে থেকেছে। দিন আনা দিন খাওয়া মানুষ থেকে শুরু করে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত প্রতিটি মানুষই চরম অসুবিধায় পড়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এর মাঝেই বড়সড় খবর সামনে নিয়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ওই সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৪ ঠা মে থেকে ধীরে ধীরে লকডাউন তুলে দিতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান ৪ ঠা মে থেকে শুরু হওয়া সপ্তাহে ২৫% লকডাউন উঠে যাক, তারপরের সপ্তাহে ৫০% এবং তারপরের সপ্তাহে ১০০% লকডাউন উঠে যাক – বলে দাবি করেছে এনডিটিভি।

তিনি এনডিটিভিকে আরও জানিয়েছেন, আগামী ২৭ শে এপ্রিল করোনা পরিস্থিতিতে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকেই, যদি তাঁকে বলতে দেওয়া হয়, তাহলে তিনি লকডাউনের তোলার জন্য নিজের এই মত জানাবেন। তিনি আরও জানিয়েছেন – করোনা ভাইরাসের থেকেও প্যানিক ভাইরাস আরও খারাপ। তাই একজন নাগরিক ও তৃণমূলের প্রধান হিসাবে আমি চাই লকডাউন ধীরে ধীরে উঠে যাক।

NDTV News Link – Citizen Mamata Banerjee Wants Lockdown Gone “2 Weeks After May 4”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!