Big Breaking: বিধানসভার প্রার্থী তালিকা ঘোষণা! নন্দীগ্রামে দাঁড়ানোর কথা জানিয়ে দিলেন মমতা! কলকাতা তৃণমূল বিশেষ খবর মেদিনীপুর রাজনীতি রাজ্য January 18, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নন্দীগ্রামে দাঁড়িয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা চমকপ্রদ ঘোষণা করবেন, তা সত্যি স্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ। কিন্তু শুভেন্দু অধিকারীকে কাবু করতে এবার কি সরাসরি লড়াইয়ের ময়দানে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়! বলা বাহুল্য, আজ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে প্রথম থেকেই উদ্দীপনা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আর সেই সভা থেকেই তিনি কোন বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে লড়াই করবেন, তা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রকেই আগামী নির্বাচনে নিজের আসন হিসেবে বেছে নিলেন তিনি। আর নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় রীতিমত হাততালিতে ফেটে পড়ে সভাস্থল। উজ্জীবিত হয়ে ওঠেন তৃণমূলের সকল স্তরের নেতাকর্মীরা। সূত্রের খবর, এদিন তেখালি মাঠের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ করেই একটি চমকপ্রদ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী তালিকা এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই আগামী বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রামে দাঁড়াতে চান বলে এই সভা থেকেই ঘোষণা করে দেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আচ্ছা আমিই যদি নন্দীগ্রামে দাড়াই কেমন হয়! এটা আমার আবেগের জায়গা। ভবানীপুরকে আমি নেগলেক্ট করছি না। ওটা আমার আবেগের জায়গা। ওখানেও ভালো প্রার্থী দেব। তবে সুব্রত বক্সীকে বলব, নন্দীগ্রামে আমার নামটা চূড়ান্ত করে দিতে। আজ নন্দীগ্রাম থেকে ঘোষণা করছি, 2021 এ তৃণমূল কংগ্রেস জিতবে নন্দীগ্রাম থেকেই শুরু হল জেতার পালা। প্রতি সিটেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে।” আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর তৃনমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম আসনকে আগামী বিধানসভা নির্বাচনে নিজের লড়ার আসন হিসেবে বেছে নেওয়ায় রীতিমতো উজ্জীবিত হয়ে ওঠেন নেতাকর্মীরা। মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উঠতে শুরু করে স্লোগান। অনেকে বলছেন, নন্দীগ্রামে গিয়ে রীতীমতো মাস্টারস্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর তার বিরুদ্ধে নন্দীগ্রামে কে লড়াই করবে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এখনও পর্যন্ত নির্বাচনের বেশ কিছু মাস বাকি রয়েছে। কিন্তু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই যেভাবে প্রথম প্রার্থী হিসেবে নিজের নাম নন্দীগ্রাম আসনের জন্য ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করে এক ঢিলে দুই পাখি মারলেন। একদিকে যেমন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি, ঠিক তেমনই বুঝিয়ে দিলেন, দলের নেতাকর্মীদের পাশে তিনি সবসময় রয়েছেন। এক্ষেত্রে নিজেকে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সকল স্তরের নেতাকর্মীদের লড়াইয়ের রাস্তায় নামার আহ্বান জানিয়ে দিলেন বলেই দাবি একাংশের। অর্থাৎ শুভেন্দু অধিকারীর সঙ্গে নন্দীগ্রামে লড়াই করার কথাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের মধ্য দিয়ে ফুটে উঠল বলে দাবি পর্যবেক্ষকদের। সব মিলিয়ে নির্বাচনের দামামা বাজার অনেক আগেই তৃণমূলের প্রথম প্রার্থী হিসেবে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ঘোষণা হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। আপনার মতামত জানান -