এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > চিনের বদলে পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সফর, সাজো সাজো রব প্রশাসনের অন্দরে

চিনের বদলে পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সফর, সাজো সাজো রব প্রশাসনের অন্দরে


সম্প্রতি রাজ্যের বিনিয়োগ টানার লক্ষ্যে চীন সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তাতে ছেদ পড়ায় সেই সফরই পূর্ব মেদিনীপুরের করার সিদ্ধান্ত নিলেন তিনি। গত শুক্রবারই এই খবর এসে পৌছোয় পূর্ব মেদিনীপুরে। আর তারপরই সেখানকার প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর তৎপরতা। শনিবার পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনের কর্তারা সমস্ত আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। জানা গেছে, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর একটি প্রশাসনিক বৈঠক করবেন সেখানেই অন্যান্য সভার মতো সেই জেলার কাজের অগ্রগতি কতটা এগিয়েছে তা নিয়েও খোঁজখবর নেবেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর তাই সেই বৈঠকে প্রস্তুতি হিসেবেই জেলার প্রশাসনিক আধিকারিকরা ইতিমধ্যেই রিপোর্ট তৈরি করাও শুরু করে দিয়েছেন। জেলা প্রশাসন সূত্রের খবর, শনিবার ছুটির দিন হলেও যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন তাই শনি ও রবি দুদিনেই কাজ করবেন তারা। তবে জেলাশাসক এ ব্যাপারে কোনো মতামত জানাতে চাননি। এদিন মুখ্যমন্ত্রীর সফর প্রসঙ্গে তৃণমূল সাংসদ শিশির অধিকারী বলেন, ” আগামী 26 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জেলায় আসবেন।প্রশাসনিক বৈঠকের পাশাপাশি সরকারি জনসভার মাধ্যমে বহু প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন তিনি। সেই কারণে দলীয় স্তরেও আমরা প্রস্তুতি শুরু করেছি। সূত্রের খবর, আগামী 27 ও 28 শে জুন মেদিনীপুরে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। 27 তারিখ তিনি মূলত প্রশাসনিক বৈঠক করবেন এবং 28 তারিখে দীঘায় সরকারি জনসভা করবেন। 26 তারিখে মেদিনীপুরে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী থাকবেন দীঘা সৈকতাবাসে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ক্ষমতায় আসার পরই জেলায় জেলায় ঘুরে প্রশাসনিক বৈঠকে ধরে ধরে জেলার উন্নয়নের খতিয়ান নেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাই সেক্ষেত্রে যাতে প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে ঠিকঠাক জবাব পান মুখ্যমন্ত্রী, এবং এতে যেন কোনো ত্রুটি না থাকে সেই ব্যাপারে জেলা প্রশাসনের কর্মীদের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। সবমিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর সফরের সফরের খবর জেলায় পৌছোতেই জেলার উন্নয়নের রিপোর্ট তৈরিতে কোনো খামতি রাখতে চাইছেন না জেলার প্রশাসনিক কর্তাব্যাক্তিরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!