এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতা ব্যানার্জ্জীকে ধৃতরাষ্ট্রের সাথে তুলনা করলেন অর্জুন, তীব্র বিতর্ক রাজনৈতিক মহলে

মমতা ব্যানার্জ্জীকে ধৃতরাষ্ট্রের সাথে তুলনা করলেন অর্জুন, তীব্র বিতর্ক রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভার নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপির মধ্যে বাকযুদ্ধ যেন বেড়েই চলেছে। এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধৃতরাষ্ট্রের সঙ্গে তুলনা করলেন অর্জুন সিং। যথারীতি প্রশ্ন উঠবে, কেন ধৃতরাষ্ট্র? সেই প্রশ্নের উত্তরও অবশ্য দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি ব্যাখ্যা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে ভাইপো স্নেহে অন্ধ। তাই অন্য কিছু দেখতে পাচ্ছেননা তিনি। যথারীতি এক্ষেত্রে তিনি উদাহরণ টেনে এনেছেন ধৃতরাষ্ট্র যেমন পুত্র স্নেহে অন্ধ হয়ে কুরুবংশের ধ্বংস ডেকে এনেছিলেন, ঠিক সেরকমই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো স্নেহে অন্ধ হয়ে তৃণমূলের ধ্বংস ডেকে আনছেন।

যথারীতি অর্জুন সিং এর বক্তব্য নিয়ে ইতিমধ্যেই তীব্র বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পাশাপাশি অর্জুন সিং এবার একুশের বিধানসভা নির্বাচনকে মহাভারতের কুরুক্ষেত্রের ময়দান বলে বর্ণিত করলেন। একুশের বিধানসভা নির্বাচন যে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের অনুরূপ, সেরকমই বার্তা দিলেন তিনি মালদার দলীয় সভা থেকে। অন্যদিকে বেশ কিছুদিন ধরেই তৃণমূল থেকে ভেঙে যেসব নেতারা গেরুয়া শিবিরে গিয়ে ঢুকছেন, তাঁদের এক অর্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ দলের শীর্ষ নেতারা মীরজাফর, গদ্দার বলে আক্রমণ চালাচ্ছেন। এবার সেই প্রসঙ্গেও কড়া মন্তব্য করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আসলে গদ্দার, কারণ কংগ্রেসকে একসময় তুলে দেওয়ার জন্য তিনি ইউ পি এ সরকারের সাহায্য নিয়েছিলেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেছেন তিনি। এদিন অভিষেককে কটাক্ষ করে অর্জুন সিং বলেন, এবার ভাইপো শব্দটি উঠে যাবে। কারণ ভাইপো অর্থে চোর বোঝাবে। যথারীতি নাম না করেও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে চোর কিংবা তোলাবাজ ভাইপো বলেছেন, সে কথা বুঝতে বাকি নেই কারোর।

সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে জমজমাট তৃণমূল বিজেপির লড়াই। যত সময় যাচ্ছে, ততই এই লড়াই জোরদার হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বিজেপি সাংসদ অর্জুন সিং এর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন প্রতিক্রিয়া জানাননি। প্রসঙ্গত, অর্জুন সিং কিন্তু একসময় তৃণমূলের বিধায়ক ছিলেন। দলবদল করে বিজেপিতে এসে লোকসভা নির্বাচনে তিনি সাংসদ হয়ে যান। যথারীতি তারপর থেকে আক্রমণের ধার যে আরও বেড়েছে, সে কথা বলাইবাহুল্য।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!