এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতা ব্যানার্জ্জীর বোড়েরা এবার একে একে কাটা পড়ছে, কে বলবে শেষমেষ চেকমেট?

মমতা ব্যানার্জ্জীর বোড়েরা এবার একে একে কাটা পড়ছে, কে বলবে শেষমেষ চেকমেট?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দিনের শুরুতে বাম কর্মী সমর্থকদের ধর্মঘট নজর টানলেও দিনের শেষ হল তৃণমূল শিবিরের জন্য দুঃসংবাদ দিয়ে। শুক্রবার দুপুরে আচমকাই ইস্তফা দিয়ে বসলেন, তৃণমূল শিবিরের অন্যতম হেভিওয়েট নেতা দীনেশ ত্রিবেদী। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজ্য রাজনীতিতে ওঠে সমালোচনার ঝড়। অন্যদিকে সামনেই এসছে একুশের বিধানসভা নির্বাচন। ঠিক সেইসময় তৃণমূলের আর এক সেনা ধরাশায়ী হওয়ায় স্বাভাবিকভাবেই চাপের মুখে শাসকদল। পাশাপাশি নজিরবিহীনভাবে তৃণমূল নেতারা আক্রমণ চালিয়েছেন দীনেশ ত্রিবেদীকে।

অনেকেই মনে করছেন, শুভেন্দু বা রাজীবকে যতটা আক্রমণ করা হয়েছে তৃণমূল থেকে, তাঁর থেকে অনেক বেশি দীনেশ ত্রিবেদীকে আজকে তৃণমূল নেতাদের কটাক্ষ ও আক্রমণ সহ্য করতে হলো। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে দীনেশ ত্রিবেদী এরকমভাবে দলত্যাগ করলেন কেন? সেক্ষেত্রে দীনেশ ত্রিবেদীর অভিযোগের নিশানায় রেখেছেন প্রশান্ত কিশোরকে। বহুদিন ধরেই রাজীব, বৈশালী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আর এবার তৃণমূলের আর এক নেতা দল ছাড়লেন দলের মধ্যে দমবন্ধ অবস্থার দাবি করে। অন্যদিকে বিজেপি নেতারা দাবি করেছে, যেভাবে তৃণমূল ভাঙছে এবং বিজেপিতে চলে আসছে, তাতে আগামী দিনে সাংবিধানিক সংকটের কবলে পড়তে চলেছে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে বৈশালী ডালমিয়া প্রত্যেকেই দাবি করেছেন, তৃণমূল থেকে এবার আরও নেতা চলে আসবেন গেরুয়া শিবিরে। অবশ্য তাঁদের এই দাবির মূল ভিত্তি তৃণমূল শিবির থেকে মানুষের জন্য কাজ করতে না পারা। যথারীতি এই অভিযোগেই কিন্তু দল ছেড়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারীসহ বহু তৃণমূল নেতা। প্রসঙ্গত, সামনেই বিধানসভা ভোট। আর তার আগে কিন্তু এই দলত্যাগ সংকট বাড়িয়ে তুলছে তৃণমূলের বলে যাবি রাজনৈতিক মহলের একাংশের। অন্যদিকে দীনেশ ত্রিবেদীর দলত্যাগ নিয়ে অবাক না হওয়ার কথাই জানিয়েছেন  রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়ারা।

অন্যদিকে দীনেশ ত্রিবেদী অভিযোগ করেছেন প্রশান্ত কিশোরের দিকে। তিনি অভিযোগে জানিয়েছেন, দল চালাচ্ছে এখন কর্পোরেট এজেন্সি। এই একই কথা শুভেন্দু অধিকারী সহ তৃণমূল ছেড়ে যারা গেরুয়া শিবিরে এসেছেন প্রত্যেকেই প্রায় বলেছেন। বিশেষজ্ঞদের মতে, তৃণমূল শিবিরে যেভাবে একের পর এক বোড়ে কাটা পড়ছে, তাতে এবারের বিধানসভা নির্বাচন নেত্রীর কাছে চেকমেট না হয়ে দাঁড়ায়! আর সেক্ষেত্রে তৃণমূল নেত্রী কিভাবে পরিস্থিতি সামাল দেন, সে দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!