এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতা ব্যানার্জ্জীর নিয়মকে এবার হাতেকলমে প্রতিষ্ঠা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী, শুরু জল্পনা

মমতা ব্যানার্জ্জীর নিয়মকে এবার হাতেকলমে প্রতিষ্ঠা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী, শুরু জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল একাধিক পরিবর্তন এনেছে দলীয় স্তরে। তার মধ্যে অন্যতম হল ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি। কার্যত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির। আর সেই নীতি অনুযায়ী বহু জেলায় সাংগঠনিক স্তরে পরিবর্তন আসতে চলেছে বলেই ইয়ধরে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিগত কয়েকদিন যাবৎ রাজ্যের জেলাগুলিতে তৃণমূলের সাংগঠনিক স্তরে ব্যাপক রদবদল এর সম্ভাবনা দেখা দিয়েছে। আর সেই রদবদল হাতেকলমে করে দেখালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। বিভিন্ন জেলায় এতদিন পর্যন্ত একই ব্যক্তিকে মন্ত্রীপদে কিংবা জেলা সভাপতি পদে বা বিভিন্ন প্রশাসনিক পদে দেখা গিয়েছে।

কিন্তু এবার থেকে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির প্রভাবে তা আর সম্ভব হবেনা। আর নেত্রীর নির্দেশকে আজকে প্রথম কাজে করে দেখালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এতদিন পর্যন্ত খাদ্যমন্ত্রী থাকার সাথে সাথে তিনি মধ্যমগ্রাম পুরসভার প্রশাসক পদেও ছিলেন। কিন্তু এবার তিনি প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন। কার্যত এক ব্যক্তি একপদের মাধ্যমে তৃণমূল সুপ্রিমো ইতিমধ্যেই বেশ কিছু জেলার সভাপতিকে বদল করেছেন। যাদের অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রীসভার সদস্য। আবার কেউ সংগঠনের অন্যান্য দায়িত্বে রয়েছেন। একইভাবে রথীন ঘোষও মধ্যমগ্রামের বিধায়ক থাকাকালীন পুরসভার প্রশাসক পদে বহাল হন। তাঁকে মধ্যমগ্রামের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে তিনি মধ্যমগ্রাম থেকে জিতে রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রীর পদ গ্রহণ করেন। আর সেই কারণেই ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি তাঁর ওপর বহাল হয়। কার্যত নেত্রীর ঠিক করা নিয়মের হাত ধরে তাঁকে যেকোনো একটি পদ ছাড়তেই হতো। আর সেই অনুযায়ী মঙ্গলবার রথীন ঘোষ মধ্যমগ্রাম পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা দিলেন। রাজনৈতিক মহলের মতে, রথীন ঘোষ হলেন সেই ব্যক্তি যিনি প্রথম ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি কার্যকর করলেন মন্ত্রীসভার সদস্য হয়ে। এখনো পর্যন্ত রাজ্যের পুরনির্বাচন হয়নি।

যে কারণে প্রত্যেকটি পুরসভাতেই পুর প্রশাসকমন্ডলী দিয়ে চলছে নাগরিক পরিষেবা প্রদানের কাজ। সেই সূত্রে চেয়ারম্যানরাই আপাতত প্রশাসক। সেভাবেই রথীন ঘোষ পুরপ্রশাসক হয়েছিলেন। আপাতত তিনি ইস্তফা দেওয়ায় মধ্যমগ্রাম পুর প্রশাসক পদে এবার কে আসবেন, তা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা। অন্যদিকে রথীন ঘোষ ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি কার্যকর করায় বাকিদের মধ্যেও এবার তৎপরতা শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। আপাতত নজর থাকবে মধ্যমগ্রামের পুর প্রশাসক পদ তৃণমূল নেত্রী কাকে দেন তার ওপর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!