এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সমস্যার নাম দিনহাটা- পরিস্থিতি সামলাতে কড়া নির্দেশিকা মমতা বন্দ্যোপাধ্যায়

সমস্যার নাম দিনহাটা- পরিস্থিতি সামলাতে কড়া নির্দেশিকা মমতা বন্দ্যোপাধ্যায়


রাজ্যের বিভিন্ন জেলায় তৃনমূল ও তৃনমূল যুবর দ্বন্দ্বে বীতশ্রদ্ধ দলনেত্রী কিছুদিন আগেই দলের কোর কমিটির মঞ্চ থেকেই নির্দেশ দিয়েছিলেন, “তৃনমূল ও তৃনমূল যুব একটাই সংগঠন।এখানে কোনো দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না।” কিন্তু দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশের পরও জেলায় জেলায় দলীয় অন্তর্দ্বন্দ্বের জেরবার হয়ে পড়েছিল ঘাসফুল শিবির। গত পঞ্চায়েত ভোটের পর থেকেই কোচবিহারের দিনহাটায় তৃনমূল ও যুবর লড়াইয়ে 50 জনের বেশি কর্মীকে যেমন আহত হতে হয়েছে ঠিক তেমনি খুনও হতে হয় এক কর্মীকে। এদিকে বিধায়ক উদয়ন গুহও এক ঘটনায় আক্রান্ত হন। জানা যায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সভার সময়ও চলে চরম গন্ডগোল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

মঙ্গলবার চ্যাংরাবান্ধা কমিউনিটি হলের প্রশাসনিক বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রীকে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, “”দিনহাটার দু একটি জায়গায় আইনশৃঙ্খলার সমস্যা হচ্ছে। একটু ব্যাবস্থা নিলে ভালো হয়।” এরপরই পুলিশ সুপার ভোলানাথ পান্ডের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দিনহাটায় কয়েকটা দুষ্টু লোক আছে। তাদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নিতে হবে। পঞ্চায়েতে বোর্ড গঠনে অশান্তি যাতে না ছড়ায় সেদিকে নজর রাখতে হবে। প্রয়োজনে বিধায়ক উদয়ন গুহর সাথে আলোচনা করে কাজ করবেন।” রাজনৈতিক মহলের মতে, আদতে এই কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃনমূলের হাতেই মূল দ্বায়িত্ব রেখে জেলার যুব সংগঠনকে সতর্ক করলেন। জানা গেছে, জেলার যুব সভাপতির দ্বায়িত্বে সাংসদ প্রার্থপ্রতিম রায় থাকলেও দিনহাটার যুব নেতৃত্বে থাকা নিশীথ প্রামানিক এদিন বলেন, “দিদি ঠিকই বলেছেন। যাঁরা খারাপ কাজ করবে। তাঁদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া উচিত।” অন্যদিকে জেলা যুব সভাপতি প্রার্থপ্রতিম রায় বলেন.,” যাঁরা আইন ভাঙছেন তাঁদের বিরুদ্ধেই মুখ্যমন্ত্রী ব্যাবস্থা নিতে বলেছেন। এতে রাজনীতির কোনোও ব্যাপার নেই।” দলীয় নেতারা রাজনীতিকে উড়িয়ে দিলেও দলীয় অন্তর্দ্বন্দ্ব সামলাতেই যে মমতা বন্দ্যোপাধ্যায় এহেন কথা বলে জেলার নেতাদেরই সতর্ক করেছেন সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!