“মমতা ব্যানার্জির কোন চিটাগুড়ের ব্যবসা….” স্যালাইন কান্ডে শাসকের ঘুম ওড়ালেন শুভেন্দু! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য January 24, 2025January 24, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিষাক্ত স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তাল গোটা রাজ্য। আজ এই ব্যাপারে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরেই বাইরে বেরিয়ে এসে এই আরএল কোম্পানির সঙ্গে শাসকের ঘনিষ্ঠতার কি কারণ রয়েছে, তা নিয়ে সোচ্চার হন তিনি। প্রসঙ্গত, এদিন বিষাক্ত স্যালাইন কাণ্ডে পথে নামে বিজেপি। পরবর্তীতে রাজ্যপালের সঙ্গে গিয়ে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা রাজ্যপালকে বলেছি যে, আপনি রাজ্যের কাছে জানতে চান, এই আরএল কোম্পানির সঙ্গে মমতা ব্যানার্জির কোন চিটাগুড়ের ব্যবসা যে, মুকুল ঘোষকে মধ্যপ্রদেশের ইন্দোরে তার বিরুদ্ধে এফআইআর হলো, আর সে আপনার এখানে ঢুকে পড়লো কি করে? চোপড়াতে এদের আপনি প্ল্যান্ট করতে দিলেন, স্যালাইন নেওয়ার শর্তে। এসব তো রাজ্যের মানুষের জানা প্রয়োজন।” আপনার মতামত জানান -