এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যে এসে মমতাকে গদিচ্যুত করার ডাক কেন্দ্রীয় মন্ত্রীর, জোর শোরগোল

রাজ্যে এসে মমতাকে গদিচ্যুত করার ডাক কেন্দ্রীয় মন্ত্রীর, জোর শোরগোল

রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা কারও অজানা নয়। বর্তমানে নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে সেই সম্পর্ক আরও তলানীতে ঠেকেছে। মাঝেমধ্যেই রাজ্যের শাসকদলের বিভিন্ন নেতার সঙ্গে কেন্দ্রের শাসক দলের বিভিন্ন নেতার তরজা লক্ষ্য করা যায়।

তবে সেভাবে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসকে উৎখাতের কথা শোনা যায়নি বিজেপির কেন্দ্রীয় কোনো হেভিওয়েট মন্ত্রীর গলায়। তবে এবার সেই কথাই বলে রাজ্য রাজনীতিতে শোরগোল তুলে দিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক।

সূত্রের খবর, রবিবার জাতীয় গ্রন্থাগার ভাষা ভবনে রাজ্য বিজেপির শিক্ষা সেলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত হন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। আর এই অনুষ্ঠানে উপস্থিত হয়েই রাজ্যের বিভিন্ন বিষয়ে উস্মা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করার আহ্বান জানান তিনি। কেন্দ্রের হেভিওয়েট মন্ত্রী বলেন, “এই রাজ্য সরকার রাজধর্ম পালন করছে না। ব্যক্তিধর্ম পালন করা হচ্ছে। একজন ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছাতেই গোটা রাজ্য চলছে। কেন্দ্রীয় আইনের বিরোধিতা কোনো রাজ্য বা ব্যক্তিবিশেষ করতে পারেন না। না হলে সেটা সংবিধান বিরোধী কাজ হয়। এটাই রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে চাইছেন না। তিনি মানুষকে ভুল বোঝাচ্ছেন। ছাত্রদের আন্দোলন করার জন্য উস্কে দিচ্ছেন। সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। আর রাজ্য প্রশাসন চুপ করে বসে রয়েছে। ভারত এখন বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র। কিন্তু এরকম ঘটনা দেশকে পিছনে টেনে রাখে।”

তবে শুধু এনআরসি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কথা তুলে ধরাই নয়, এদিন রাজ্যের শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চাপে রাখার চেষ্টা করেন কেন্দ্রের হেভিওয়েট মন্ত্রী।তিনি বলেন, “শিক্ষকদের এরাজ্যে পেষন করা হচ্ছে। উপযুক্ত বেতন থেকে তারা বঞ্চিত হচ্ছেন। শিক্ষকরা এসব ক্ষেত্রে চুপ করে বসে থাকেন না। আমার আশা, এরাজ্য তারা গর্জে উঠবেন এই সরকারের বিরুদ্ধে। আমি নিজে একজন শিক্ষক। তাই বুঝতে পারি কে কথা শুনছে, আর কে শুনছে না। যে শুনছে না তাকে শোনানোর দাওয়াইও আপনারা জানেন। সেই চাবিকাঠি আপনাদের হাতে। তৃণমূলের আমলে এই রাজ্য দুই থেকে নেমে কুড়িতে চলে গিয়েছে। আর এটা থেকেই পরিষ্কার, রাজ্যে শিক্ষা সঠিক পথে চলছে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, শিক্ষকদের বেতনের দাবি দাওয়া নিয়ে ইতিমধ্যেই রাজ্যের তৃণমূল সরকার ব্যাকফুটে রয়েছে। সেদিক থেকে কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রাজ্যে এসে এই ব্যাপারে রাজ্যের শাসক দলকে আরও ব্যাকফুটে ফেলে দিয়ে শিক্ষকদের আন্দোলনকে পরোক্ষে বৃদ্ধি করতে বললেন। যা তৃণমূলকেই চাপে ফেলবে বলে মনে করছে একাংশ।

তবে যেভাবে বিজেপির শিক্ষা সেলের সম্মেলনে এসে কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক বিভিন্ন ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন, তাতে কেন্দ্র বনাম রাজ্যের সম্পর্কে বড়সড় প্রাচীর পড়ে গেল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!