এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতার দেখানো পথেই এবার বিজেপি বিরোধী বৃহত্তর জোটের পথে চন্দ্রবাবু নাইডু

মমতার দেখানো পথেই এবার বিজেপি বিরোধী বৃহত্তর জোটের পথে চন্দ্রবাবু নাইডু


সম্প্রতি দিল্লিতে দলীয় সংসদীয় অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক দলগুলির সাথে বৈঠক করেন। এরপর একই পথে হাঁটলেন সদ্য এনডিএ ত্যাগী চন্দ্রবাবু নাইডু। এদিন সেন্ট্রাল হলে বসে তিনি এনসিপি, তৃণমূল, এসপি, বিএসপি, শিবসেনা, সিপিএম, ডিএমকে- এর মতো দলগুলির সাথে বৈঠক সারলেন। জানা গেছে এদিন তিনি সবচেয়ে বেশি সময় তৃণমূল ওএনসিপির শরদ পাওয়ারের সাথে আলোচনায় কাটান। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন বলে খবর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন তিনি ২০১১ সালের জনগণনার ভিত্তিতে পঞ্চদশ অর্থ কমিশনকে অর্থ বণ্টন করার কেন্দ্রীয় নির্দেশ এবং সংসদে আনা অনাস্থা প্রস্তাবকে কেন্দ্রের পক্ষ থেকে আটকে রাখা এই দুটি বিষয় নিয়ে তৃণমূলের সাথে বৈঠক করেন। তাঁর কথায়, “অর্থ কমিশনের এই পক্ষপাতিত্বকে তিনি বড় আকারে তুলে ধরে রাজ্যে প্রচারে নামছেন। লোকসভায় এসপি-বিএসপি এক সঙ্গে লড়লে বিজেপি-বিরোধী জোটের লাভ হবে।” এদিন বৈঠকের ফাঁকে তাঁর সাথে দেখা করেন কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও সুবিরামি রেড্ডি। এছাড়াও অন্ধ্রের বিমানবন্দর সংক্রান্ত দাবির আশ্বাস জানিয়ে তিনি কথা বলেন অন্ধ্রের বিমান মন্ত্রকের প্রতিনিধি জয়ন্ত সিনহার সাথে। এদিন তিনি কথা বলেন পুরোনো শরিক বিজেপি নেতাদের সাথে, হেমা মালিনীর সাথে, বিজেপি থেকে বরখাস্ত হওয়া সাংসদ কীর্তি আজাদ ও মার্গদর্শন মন্ডলীর মনোহর জোশির সাথেও। তবে মমতা বদ্যোপাধ্যায়ের পরামর্শ অনুযায়ী এত দিনে কংগ্রেস বিরোধী চন্দ্রবাবু নাইডু লোকসভা ভোটে অন্ধ্রের কংগ্রেসের সাথে আসন সমঝোতা করে কিনা সে বিষয় সন্দেহ প্রকাশ করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!