এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মমতা ঢাকঢোল পিটিয়ে যাঁকে চেয়ারম্যান করলেন তিনিই এখন বিজেপিতে, ১৫ দিনেও পরিবর্ত পেল না তৃণমূল

মমতা ঢাকঢোল পিটিয়ে যাঁকে চেয়ারম্যান করলেন তিনিই এখন বিজেপিতে, ১৫ দিনেও পরিবর্ত পেল না তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জুলাই মাসে শহীদ দিবসে তৃণমূলের সাংগঠনিক স্তরে ব্যাপক পরিবর্তন হয়। এই পরিবর্তনের হাত ধরে দশরথ তিরকি তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ারের জেলা কমিটির চেয়ারম্যান হন। কিন্তু দলবদলে হাওয়ায় গা ভাসিয়ে দশরথ তিরকি ইতিমধ্যেই বিজেপিতে চলে গিয়েছেন গত 15 দিন আগে। যথারীতি জেলা কমিটির চেয়ারম্যান পদ ছেড়ে তিনি গিয়েছেন। এবং এই পদে এখনো পর্যন্ত তৃণমূল শিবিরের পক্ষ থেকে যোগ্য কোন ব্যক্তি দায়িত্ব নিতে পারেননি। আপাতত জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক হয় চেয়ারম্যান ছাড়াই। পরিস্থিতি সামলাতে মঙ্গলবার জেলায় দলের সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠকে বসতে চলেছেন সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এখন এই বৈঠকে চেয়ারম্যান হিসেবে নতুন কেউ উঠে আসেন কিনা, সে দিকেই লক্ষ্য সবার। তবে তৃণমূলের অন্দদের অনেকেই মনে করছেন, দলের জেলা সভাপতিই সর্বশেষ কথা বলে থাকেন। সেজন্য আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত আলিপুরদুয়ারে নতুন করে কেউ চেয়ারম্যান পদ নাও পেতে পারেন। অন্যদিকে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী জানিয়েছেন, পুরো ব্যাপারটি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত রাজ্য নেতৃত্বের তরফ থেকে কিছুই জানানো হয়নি। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে চেয়ারম্যান বিষয়টি সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, আলিপুরদুয়ার জেলায় তৃণমূলের জেলা কমিটির সদস্য সংখ্যা ছিল 25।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দশরথ তিরকি দল ছাড়ায় এই মুহূর্তে দলের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে গিয়ে 24। জেলা কমিটির চেয়ারম্যান দশরথ তিরকি দল ছেড়ে চলে গেলেও তাঁকে ছাড়াই তৃণমূলের দুটি কোর কমিটির বৈঠক হয়েছে। এই কমিটির বৈঠকেই প্রশ্ন ওঠে, চেয়ারম্যান পদ ফাঁকা নিয়ে। তবে তৃণমূলের কোর কমিটির বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, জেলা সভাপতি শেষ কথা বলেন তাই বিধানসভা নির্বাচন পর্যন্ত চেয়ারম্যান ছাড়াই দল চালাতে সবুজ সংকেত দিতে পারে শীর্ষ নেতৃত্ব। তবে পুরো ব্যাপারটি পরিষ্কার হবে অভিষেক ব্যানার্জির সঙ্গে সাংগঠনিক বৈঠকের পর। অন্যদিকে জানা গেছে, আলিপুরদুয়ার জেলায় সার্কিট হাউসে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাংগঠনিক বৈঠকে বসবেন একমাত্র নির্বাচিত সদস্যদের নিয়ে।

আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচন নিয়ে দলকে কি বার্তা দেন, সেদিকেই উদগ্রীব হয়ে অপেক্ষা করছে জেলায় দলের কর্মীরা। অন্যদিকে রাজনৈতিক মহলে কিন্তু ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে সামান্য চেয়ারম্যান পদ ফাঁকা হতে হলেও পরিবর্ত মুখ খুঁজে পাচ্ছে না তৃণমূল শিবির। সে ক্ষেত্রে তৃণমূলের হেভিওয়েট নেতারা দলত্যাগ করলে তাদের পরিবর্তে কিভাবে দল চালানো যাবে? অন্যদিকে বাংলার রাজনীতিতে এই মুহূর্তে মুখ্য হয়ে দাঁড়িয়ে আছে দলবদল। একের পর এক শাসক দলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়করা দল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে তৃণমূল নেতৃত্ব কি ব্যবস্থা গ্রহণ করে, লক্ষ্য রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!