এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > হায়দারাবাদে গেরুয়া ঝড় প্রবল হলেও মমতার জন্য বড়সড় স্বস্তির খবর শোনালেন খোদ আসাদুদ্দিন ওয়েইসি

হায়দারাবাদে গেরুয়া ঝড় প্রবল হলেও মমতার জন্য বড়সড় স্বস্তির খবর শোনালেন খোদ আসাদুদ্দিন ওয়েইসি


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল হায়দরাবাদের পৌর নির্বাচনে স্বপ্নভঙ্গ হয়েছে বিজেপির। এদিন গ্রেটার হায়দরাবাদ পৌরনিগমের নির্বাচনের গণনা শুরু হতে তেলাঙ্গানার বিজেপি শিবির প্রথমে জয়ের হাওয়া অনুভব করতে শুরু করলেও পরে সেই অনুভূতি দীর্ঘস্থায়ী হয়নি বলেই দেখা গেছে। যদিও প্রথমে পোস্টাল ব্যালটে যেভাবে বিজেপি ৯০-এর গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল, সেখানে প্রাথমিক ট্রেন্ডে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া যায়।

কিন্তু পরে দেখা যায় এগিয়ে গেছে টিআরএস। সেখানে গ্রেটার হায়দরাবাদ পৌরনিগমের প্রাক্তন মেয়র তথা মিমের নেতা মাজিদ হুসেন মেহদিপট্টম ওয়ার্ড থেকে জয়লাভ করেন। আর এরপরই শুক্রবার গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিজেপিকে কটাক্ষ করে মন্তব্যই করতে শোনা গেছে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকে।

যদিও এটা প্রথম নয়, এর কিছুদিন আগেই তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ও এআইএমআইএম, রোহিঙ্গা মুসলিম, পাকিস্তান ও আফগানিস্তানের ভোটারদের সাহায্যে গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনে জিততে চাইছে বলেই অভিযোগ করতে দেখা গিয়েছিল তেলেঙ্গানার বিজেপি সভাপতি বান্ডি সঞ্জয় কুমারকে। সেক্ষেত্রে বিজেপি যদি জেতে তাহলে ওল্ড হায়দারবাদ শহর থেকে অনুপ্রবেশকারীদের তাড়াতে তাঁরা সার্জিক্যাল স্ট্রাইক করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

আপনার মতামত জানান -

এমন পরিস্থিতিতে উল্টে তাঁর বিরুদ্ধে পাল্টা কটাক্ষ করেছিলেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ও এআইএমআইএম নেতা। তবে এবার সাম্প্রতিক জয় প্রসঙ্গে পাল্টা জবাব দিতে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “আমরা বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক পথে লড়াই করব। তেলেঙ্গানার মানুষও এই রাজ্যে বিজেপির প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধিতে বাধা দেবে বলে বিশ্বাস করি আমরা।” শুধু তাই নয়, তাঁর কথায়, যেখানেই অমিত শাহ ও যোগী আদিত্যনাথ প্রচারের জন্য যাবে সেখানেই হারবে বিজেপি।

বস্তুত, নির্বাচনে ১৪৯টি আসনে প্রার্থী দিয়ে ৪৮টিতে জয়ী হতে দেখা গেছে বিজেপিকে। যেখানে তাদের আগে একমাত্র রয়েছে ৫৫টিতে জয়ী তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি। আর সেখানেই অনেকে দাবি করেছিলেন যে, হায়দরাবাদে বিজেপি ঝড় বয়েছে। যদিও সে কথা মানতে রাজি নন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ওয়েইসি।

এই প্রসঙ্গে তিনি পাল্টা দাবি করেছেন যে, “কোথায় ঝড় বইছে? যদি সত্যিই কোনও ঝড় বইত তা হলে বিজেপি মহারাষ্ট্রের এমএলসি নির্বাচনে হারত না। ওরা বলেছিল ওল্ড হায়দরাবাদে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। কিন্তু, আমার এলাকায় বিজেপি কিছুই করতে পারেনি।” তাঁর দাবি, আমরা গণতান্ত্রিক স্টাইক করেছি। আগে ৬০টি আসনে লড়াই করে ৪৪ জন কাউন্সিলার নির্বাচিত করেছিলাম। এবার ৫১টি আসনে লড়াই করেও তা ধরে রাখতে পেরেছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওয়েইসির মন্তব্যে বিজেপির শক্তিবৃদ্ধি সম্পর্কে তিনি যে কিছুটা চিন্তায় রয়েছেন তাও বোঝা গিয়েছে। যদিও এই বিষয়ে তিনি জানান, তেলেঙ্গানার মানুষের অনুভূতি সম্পর্কে খুব ভাল ধারণা রয়েছে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের। আশাকরি নিজের দলের ফলাফল নিয়ে পর্যালোচনা করবেন তিনি।

কিন্তু এখানেই অন্য সুরে কথা বলেছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, এই ফলাফল অন্যভাবে বাংলায় তৃনমূলকেও স্বস্তি দিয়েছে। কারণ যেখানে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি দাবি করেছিলেন যে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে প্রচার করবেন সেখানেই হারবে বিজেপি।

তাই সেদিক থেকে দেখে গেলে বাংলাতেও আপাতত মোদী-শাহকে সামনে রেখেই লড়াই করার কথা শোনা গিয়েছিল বিজেপির তরফে। তাই সেই কথা যদি মিলে যায়, তাহলে একুশের নির্বাচনে এই ভাবনা তৃণমূলকে স্বস্তি দেবে বলেই বুক বেঁধেছেন ঘাসফুল শিবিরের কর্মী সমর্থকরা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!