এখন পড়ছেন
হোম > রাজ্য > বেকার যুবকদের ব্যবসার জন্য ঋণ দেবে রাজ্য সরকার, বরাদ্দ ১ হাজার কোটি টাকা

বেকার যুবকদের ব্যবসার জন্য ঋণ দেবে রাজ্য সরকার, বরাদ্দ ১ হাজার কোটি টাকা

এবার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। বেকার যুবকদের তাদের ব্যবসার জন্য খুব অল্প সুদে ঋণ দেবে সমবায় ব্যাঙ্ক ও আরবান ক্রেডিট সোসাইটি। এবং এজন্য বরাদ্দ হয়েছে ১ হাজার কোটি টাকা। এমনই একটি খবর এক বাংলা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলতি আর্থিক বছর থেকেই এই প্রকল্প শুরু হতে চলেছে এবং এর ফলে কয়েক হাজার বেকার উপকৃত হবে বলে জানা গিয়েছে।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এক সংবাদমাধ্যমকে রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, শহর এলাকার সাতজন করে যুবককে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে তাদের খুব অল্প সুদে ব্যবসার জন্য ঋণ দেয়া হবে। আবার এও জানা যায়, প্রথমে তাঁরা যখন ঋণ নেবেন, তখন তাঁদের ৯ শতাংশ হারে সুদ দিতে হবে। তারপর যখন তাঁরা সম্পূর্ণ ঋণ ফেরত দেওয়ার পর তাঁদের ৭ শতাংশ সুদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অর্থাত তাঁদের মাত্র ২ শতাংশ হারে সুদ দিতে হচ্ছে। এর ফলে প্রচুর বেকার উপকৃত হবে এরকমই মনে করছে তৃণমূল নেত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!