এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মানুষের ঘরে সস্তায় অন্ন পৌঁছে দিতে নয়া উদ্যোগ মমতা সরকারের, জেনে নিন বিস্তারিত

মানুষের ঘরে সস্তায় অন্ন পৌঁছে দিতে নয়া উদ্যোগ মমতা সরকারের, জেনে নিন বিস্তারিত

 

নির্বাচনে এবং দলীয় বিভিন্ন জনসভায় তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার দাবি করেছেন, বাংলার মানুষের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। তার জন্য সর্বদা সচেষ্ট পশ্চিমবঙ্গের মা-মাটি-মানুষ সরকার। দলের এজেন্ডাকে সামনে রেখেই অনেকদিন থেকেই খাদ্যসাথী যোজনার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দু টাকা কেজি দরে চাল দিতে দেখা গেছে তৃণমূল কংগ্রেস সরকারকে।

আর রাজ্য সরকারের সাফল্যের অন্যতম দিক হিসেবে এই যোজনা তুলে ধরা হয় সরকারের তরফ থেকে।কিন্তু এবার সাধারণ মানুষের সুবিধার্থে সেই দুই টাকা কেজি দরে চালকে এক টাকায় নামিয়ে আনতে চাইছে রাজ্য সরকার। জানা যাচ্ছে, এই ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেত পেলেই আগামী দিনে রাজ্যের মানুষ যেই চাল দুই টাকা কেজি দরে পেতেন, তা এক টাকা কেজি দরে পেতে শুরু করবেন। বস্তুত, পশ্চিমবঙ্গের 8 কোটি জনগণ বিগত দিনে দু টাকা কেজি দরে চাল পেয়েছেন। আর এবার সেই প্রকল্পকে 1 টাকা কেজি দরে চালের প্রকল্পে রূপান্তরিত করতে প্রকল্প তৈরি করেছে রাজ্য সরকার। আর তা অনুমোদনের জন্য সেই সংক্রান্ত কাগজ নবান্নে মুখ্যমন্ত্রীর টেবিলে পৌঁছে গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সীলমোহর পড়লেই এই যোজনার সুবিধা পেতে শুরু করবেন 8 কোটি সাধারণ মানুষ। জানা যাচ্ছে, এই প্রকল্প চালাতে গিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে অতিরিক্ত 200 কোটি টাকার খরচা বহন করতে হবে।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক এই প্রকল্প নিয়ে আলোচনায় বসেছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী নেতৃত্বাধীন আধিকারিকরা। প্রকল্প বাস্তবায়িত হলে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য প্রকল্পের অন্তর্ভুক্ত জনগণ সুবিধা পাবেন।

বিভাগীয় সূত্রে খবর, প্রতিবছর রাজ্যের খাদ্যসাথী যোজনার এবং কেন্দ্র সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা ভোগ করেন নয় কোটিরও বেশি রেশন গ্রাহকেরা। আর এই প্রকল্পে প্রতিবছর রাজ্য সরকারের 5000 কোটি টাকার বেশি খরচা হয়। সিঙ্গুরে বন্ধ প্রকল্প এলাকার চাষীরা, আয়লা বিধ্বস্ত বাসিন্দারা, বন্ধ চা বাগানের শ্রমিকরা, জঙ্গলমহল এবং সুন্দরবন এলাকার মানুষেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের খাদ্যসাথী প্রকল্পের আওতাভুক্ত।

আগামী দিনে 2 টাকা কেজি দরের চাল 1 টাকা কেজি করে দেওয়া সরকারের প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের অন্যান্য প্রান্তের মানুষের পাশাপাশি এই সমস্ত এলাকার বিধ্বস্ত মানুষেরা এই সুবিধা পাবেন। ওয়াকিবহাল মহল মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই উদ্যোগ সফল হলে উন্নয়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার আরও একটি নজিরকে স্পর্শ করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!