এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আস্থা বাড়ছে তৃণমূলে – বাঙালি প্রধানমন্ত্রীর স্বপ্ন উস্কে দিলেন আরও এক সর্বভারতীয় হেভিওয়েট

আস্থা বাড়ছে তৃণমূলে – বাঙালি প্রধানমন্ত্রীর স্বপ্ন উস্কে দিলেন আরও এক সর্বভারতীয় হেভিওয়েট


আর কয়েক মাসের পরেই দেশজুড়ে হতে চলেছে লোকসভা সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে একদিকে যখন দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসতে প্রস্তুত নরেন্দ্র মোদীর নেতৃত্ত্বে গেরুয়া শিবির। অন্যদিকে, তখন দেশের আঞ্চলিক শক্তিগুলিকে নিয়ে গেরুয়া শিবিরের সেই লড়াই থামিয়ে দিতে চান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই লক্ষ্যে তিনি চান বাংলায় তাঁর দলকে ৪২ টির মধ্যে ৪২ টি আসন আসন জিতিয়ে দিন জনসাধারণ।

যদিও এই প্রসঙ্গে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর লক্ষ্য কেন্দ্র থেকে ‘জনবিরোধী’ নরেন্দ্র মোদী সরকারকে সরানো, প্রধানমন্ত্রীত্ত্ব তাঁর নজরেই নন। তিনি চান কাঠবেড়ালির মত সেতুবন্ধের কাজ করতে। যদিও, তাঁর দলের নেতা-কর্মীরা কিন্তু এখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছেন – তাঁদের প্রিয় দিদি বসছেন প্রধানমন্ত্রীর কুর্সিতে, ভারতবাসী পেতে চলেছে দেশের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর সেই স্বপ্ন যে অলীক নয় – ইতিমধ্যেই প্রমাণিত। দেশের একের পর এক তাবড় তাবড় রাজনৈতিক নেতা মমতা বান্দ্যোপাধ্যায়েই আস্থা রাখতে চলেছেন ২০১৯-এর মহাযুদ্ধে। বিশেষ করে দেশের তরুণ সমাজ ও তরুণ নেতাদের মধ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ক্রমশ উর্ধমুখী তার প্রমান প্রতি পদেই পাওয়া যাচ্ছে। এর আগে, গুজরাটের এক তরুণ হার্দিক প্যাটেল নবান্নে এসে তৃণমূল নেত্রীর সঙ্গে একান্তে বৈঠক করে তাঁর উপর আস্থা প্রদান করে যান। আর এবার নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে বৈঠক করে গেলেন গুজরাটের আরেক হেভিওয়েট তরুণ তুর্কি জিগনেশ মেওয়ানি।

এই বৈঠকের মূল লক্ষ্য ছিল যে দেশজুড়ে বিজেপি বিরোধী শক্তিগুলিকে সমন্বিত করা তা বৈঠকের পরেই স্পষ্ট করে দেন গুজরাটে বিধানসভা নির্বাচনে বিজেপির গড়ে বিজেপি-বিরোধী ঝড় তুলে দেওয়া জিগনেশ। কিন্তু, এর বেশি আর কিছু বলতে রাজি ছিলেন না গুজরাটের এই তরুণ নেতা। এমনকি এই বৈঠক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে, রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা – নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ই সব থেকে বড় ভরসা তা একের পর এক হেভিওয়েতের নবান্নে আগমনেই প্রমাণিত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!