এখন পড়ছেন
হোম > রাজ্য > দিদিকে দুষে, দিদির মুকুলের পাশে দাঁড়িয়ে ঘর ভাঙলেন কৈলাশ বিজয়বর্গী

দিদিকে দুষে, দিদির মুকুলের পাশে দাঁড়িয়ে ঘর ভাঙলেন কৈলাশ বিজয়বর্গী


দিদিকে দুষে, দিদির মুকুলের পাশে দাঁড়িয়ে ঘর ভাঙলেন কৈলাশ বিজয়বর্গী। এদিন বাগনানের একটি দলীয় প্রচার সভায় এসেছিলেন কৈলাশ বিজয়বর্গী। সেখান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন তিনি। তিনি সরাসরি অভিযোগ তুললেন তৃণমূল নেত্রীর উপর। তিনি এদিন বলেন,”দিদি যে থালায় খান, সেই থালাই ছিদ্র করেন। আগে কংগ্রেস করতেন। কংগ্রেস ভেঙে নিজের দল গড়েছেন। মুকুল রায় একসময় ওঁর ছায়াসঙ্গী ছিলেন। এখন তাঁকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছেন। ভারতী ঘোষ একসময়ে মা বলে ডাকতেন। এখন তাঁর পিছনে পড়ে গিয়েছেন। আসলে দিদি পরিবার ছাড়া আর কারোর নন।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন বাগনানের প্রায় ২০০০ জন তৃণমূলের কর্মী সমর্থক দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কৈলাস বিজয়বর্গী। যোগদানকারীরা জানান যে তাঁরা দেশজুড়ে বিজেপির ভালো কাজ দেখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। স্বাভাবিকভাবেই খুশি বিজেপি নেতৃত্ব। বিজেপির এক নেতা বলেন, ” এই তো শুরু আগামী দিনে শুধু কর্মী-সমর্থক নয়। তৃণমূলের তাবড় তাবড় নেতা- মন্ত্রীরাও দল ছেড়ে বিজেপিতে আসবেন। পড়ে থাকবে শুধু পিসি আর ভাইপো ” তৃণমূলের তরফ থেকে এখনো এই নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!