এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতাকে ফের মুখ্যমন্ত্রী করার চ্যালেঞ্জ অনুব্রতর! 15 দিনের মধ্যে ক্যারিয়ার শেষ, পাল্টা সৌমিত্র!

মমতাকে ফের মুখ্যমন্ত্রী করার চ্যালেঞ্জ অনুব্রতর! 15 দিনের মধ্যে ক্যারিয়ার শেষ, পাল্টা সৌমিত্র!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনে ভয়ঙ্কর খেলা হবে বলে বিভিন্ন সভা থেকে মন্তব্য করতে দেখা যাচ্ছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক তরজা ক্রমশ বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী হবেন এবং তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হবে বলে দাবি করলেন অনুব্রত মণ্ডল।

তবে অনুব্রতবাবু সেই দাবি করলেও, আগামী 15 দিনের মধ্যে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে বলে পাল্টা তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। যাকে কেন্দ্র করে এখন রাজ্য রাজনীতি রীতিমত সরগরম হয়ে উঠেছে। সূত্রের খবর, বৃহস্পতিবার সিউড়িতে একটি সভা করেন অনুব্রত মণ্ডল। আর সেখানেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

নরেন্দ্র মোদির উদ্দেশ্যে অনুব্রতবাবু বলেন, “8 বছরে তুমি একটাও বিশ্ববিদ্যালয় করোনি। তোমার কি শিক্ষা নিয়ে কোনো চিন্তা নেই! গুজরাটকে যখন সোনার গুজরাট করতে পারছ না, তখন বাংলার প্রতি এত দরদ কেন? বাংলার মানুষ বোকা নয়। তারা মোদীর ভন্ডামি বুঝে গিয়েছে। তাই আমজনতা বাংলাকে অন্ধকারে নামতে দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবার 220 থেকে 230 টা আসন পাবে। মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি দাঁড়িয়ে দেখবে আর লুচির মত ফুলবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ বিজেপির যতই চাপ থাকুক না কেন, তৃতীয়বারের জন্য তৃণমূলের সরকার ক্ষমতায় আসবে, তা নিজের মন্তব্যের মধ্যে দিয়ে আত্মপ্রত্যয় মনোভাব প্রকাশ করার চেষ্টা করলেন অনুব্রত মণ্ডল। তবে অনুব্রতবাবু একথা বললেও তাকে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই বীরভূম জেলা তৃণমূলের সভাপতির এই চ্যালেঞ্জকে কার্যত উড়িয়ে দিয়েছে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ।

পাল্টা তিনি বলেন, “15 দিনের মধ্যে বীরভূমের তৃণমূল সভাপতির রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে।” স্বাভাবিকভাবেই সৌমিত্র বাবু এই মন্তব্য নিয়ে তৈরি হয়েছে জল্পনা। যে অনুব্রত মণ্ডলের দাপটে কার্যত বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সেই অনুব্রত মণ্ডলের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাওয়া নিয়ে সৌমিত্র খাঁ এর মন্তব্যে রীতিমত আলোড়ন সৃষ্টি হয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ হতেই থাকবে। কিন্তু শেষ কথা বলবে ভোটবাক্স। তাই তৃণমূল থেকে শুরু করে বিজেপি নেতারা যতই চ্যালেঞ্জ করুন না কেন, ভোটবাক্স খোলার পর কার কথা বাস্তব হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!