এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতা-কেন্দ্রের সঙ্ঘাতের মাঝেই অভিষেকের অস্বস্তি, নোটিশ পাঠিয়ে বড় পদক্ষেপ কমিশনের!

মমতা-কেন্দ্রের সঙ্ঘাতের মাঝেই অভিষেকের অস্বস্তি, নোটিশ পাঠিয়ে বড় পদক্ষেপ কমিশনের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যে হিংসার ঘটনা বাড়তে শুরু করেছে। যার ফলে বিরোধীদের অভিযোগ এবং রাজ্যপালের উষ্মা প্রকাশ কেন্দ্রের নজর কেড়েছিল। এমনকি এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মহিলা থেকে শুরু করে শিশুরা নিরাপদ নয়, এই বিষয়টি উঠে এসেছিল জাতীয় শিশু সুরক্ষা এবং মহিলা কমিশনের কাছে। আর এরপরই বড় পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের। আর এবার এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজিকে নোটিস পাঠাল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন।

যেখানে সেই নোটিশে ডায়মন্ডহারবারের পুলিশ সুপারের পাশাপাশি যুব তৃণমূল নেতা জাহাঙ্গীর খান সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। স্বাভাবিক ভাবেই তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে সেখানকার পুলিশ কর্তা সহ যুব তৃণমূল নেতার বিরুদ্ধে শিশু সুরক্ষা কমিশন এই অভিযোগ করায় রীতিমত চাপে পড়ে গেল তৃণমূল শীর্ষ নেতৃত্ব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বলা বাহুল্য, এমনিতেই কেন্দ্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত এখন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। আর তার মাঝেই হিংসার ঘটনা নিয়ে জাতীয় কমিশনের এই পদক্ষেপ নজিরবিহীন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত উল্লেখ্য, ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই ডায়মন্ডহারবার বিভিন্ন জায়গায় সন্ত্রাস শুরু হয়েছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের কাছে একই অভিযোগ যেতে না যেতেই তারা নড়েচড়ে বসে।

আর তারপরেই রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে একটি নোটিশ পাঠানো হয়। যেখানে ডায়মন্ডহারবার জেলা পুলিশের এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ যুব তৃণমূল নেতা জাহাঙ্গীর খান, ফলতা থানার আইসি এবং আরও দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। যদিও বা এই ব্যাপারে এখনও পর্যন্ত তার কাছে কোনো নোটিশ এসে পৌঁছয়নি বলে জানিয়ে দিয়েছেন ডায়মন্ডহারবার পুলিশ জেলার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

তবে এই গোটা নোটিশকে কেন্দ্র করে যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে, তা বলার অপেক্ষা রাখে না। ভোটের আগে বারবার এই ডায়মন্ডহারবারকে নিয়ে অভিযোগ করতে দেখা গিয়েছিল বিরোধীদের। এক্ষেত্রে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক হিসেবে পরিচিত এই ডায়মন্ডহারবার। এখানকার তৃণমূল সাংসদ তিনি। সেদিক থেকে নির্বাচনের আগে এই জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায়কে কমিশনের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

কিন্তু ভোট পর্ব সম্পন্ন হতেই এবং নতুন সরকার ক্ষমতা দখল করতে না করতেই আবার তৃণমূলের পক্ষ থেকে ফিরিয়ে আনা হয় সেই অভিজিতবাবুকে। কিন্তু ফলাফল প্রকাশের পর সন্ত্রাসের কথা তুলে ধরে জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের পক্ষ থেকে নোটিশ পাঠানো হল ডিজি বীরেন্দ্রকে। যেখানে ডায়মন্ডহারবার জেলার যুব তৃণমূল নেতার পাশাপাশি পুলিশকর্তাদের নাম উল্লেখ রয়েছে।

যা শাসকদল এবং তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকটাই অস্বস্তির মুখে ফেলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও বা গোটা ঘটনার পেছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে ফলতা যুব তৃনমূলের সভাপতি জাহাঙ্গীর খান বলেন, “ভোটে বহু ব্যবধানে পরাজিত হয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই এখন কমিশনকে কাজে লাগিয়ে তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। এখানে সকলেই নিরাপদ রয়েছে।” সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!