এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতা কি এবার এই বিধানসভা থেকে লড়তে চলেছেন? উঠছে প্রশ্ন

মমতা কি এবার এই বিধানসভা থেকে লড়তে চলেছেন? উঠছে প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় প্রত্যাবর্তনের সরকার তৈরি হয়েছে। তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় ফিরে এসেছে। মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠেছে অন্য জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবারের নির্বাচনে তাঁর চিরাচরিত লড়াইয়ের ময়দানে না নেমে নন্দীগ্রাম থেকে লড়াই করেন। তাঁর বিরুদ্ধে ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী এবং বামেদের পক্ষ থেকে মীনাক্ষী মুখার্জি। এবারের নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করলেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান।তাই মুখ্যমন্ত্রী পদে টিকে থাকতে কি মমতা বন্দ্যোপাধ্যায় আবার লড়াইয়ের ময়দানে?

সেক্ষেত্রে প্রশ্ন ওঠে, বিধায়ক পদে হেরে গিয়েও কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন? রাজনৈতিক বিশেষজ্ঞদের বুঝতে বাকি থাকেনা উপ নির্বাচনের প্রয়োজনীয়তা। আর সেই প্রয়োজনীয়তাকে কার্যত মান্যতা দিয়ে আজ ভবানীপুর বিধানসভার বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। শুক্রবার দুপুরে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছেন ভভানীপুরের বিধায়ক বলে জানা গিয়েছে। বস্তুত স্পষ্ট হয়ে গেল ভবানীপুর আসন অর্থাৎ চিরপরিচিত জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম ঝুঁকি না নিয়ে উপনির্বাচনের লড়াইতে নামছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুক্রবার পদত্যাগ করার পর শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি দলনেত্রীর জন্যই তাঁর জেতা আসন ছেড়ে দিলেন। বরাবরই রাসবিহারী আসন থেকে শোভন চট্টোপাধ্যায় লড়াই করেন এবং ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যেহেতু প্রার্থী হয়ে যান, সেহেতু ভবানীপুর থেকে লড়াইয়ের জন্য চলে আসেন শোভনদেব চট্টোপাধ্যায়। এবং তিনি বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষকে ব্যাপক ভোটে পরাজিত করেন। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করলেও নিয়ম অনুযায়ী ছয় মাসের মধ্যে তাঁকে জিতে আসতে হবে।

আর সে কারণেই ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপনির্বাচনে লড়াই করবেন বলেই মনে করা হচ্ছে। তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি দলের প্রথম বিধায়কও। একসময় দক্ষিণ 24 পরগনা বারুইপুরের কংগ্রেস বিধায়ক ছিলেন তিনি। পরবর্তীতে বারুইপুরের বিধায়ক পদ ছেড়ে রাসবিহারীর উপনির্বাচনে তিনি তৃণমূল প্রার্থী হন এবং জয়লাভ করেন। আপাতত এই উপনির্বাচন ঘিরে যে উত্তেজনার পারদ তুঙ্গে উঠবে তা নিয়ে কোন সন্দেহ নেই। এখন দেখার ভবানীপুর অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কারা লড়াইতে নামেন?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!