এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > এই ব্যাপারে মমতার উপরেই ভরসা রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী

এই ব্যাপারে মমতার উপরেই ভরসা রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী

তিস্তা জল বন্টন নিয়ে এবার একা সিদ্ধান্ত নেবেনা কেন্দ্র। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যে দরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি। এই কথা জানালেন খোদ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক সম্মেলন করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বললেন, “আমাদের সরকারের ৪ বছর কেটেছে। তিস্তা ইস্যু সমাধানের জন্য হাতে আরও একবছর সময় আছে। সুতরাং তিস্তা চুক্তি ব্যর্থ, একথা এখনই বলা যাবে না। ধৈর্য ধরে অপেক্ষা করুন ।” শুধু তাই নয় এদিন তিনি জানালেন ,“কেবল ভারত ও বাংলাদেশের সরকারের মধ্যেই তিস্তা ইস্যু সীমাবদ্ধ ভাবলে চলবে না। এই চুক্তির অন্যতম বড় শরিক পশ্চিমবঙ্গের সরকারও। পশ্চিমবঙ্গের বুকের উপর দিয়েই তিস্তা বইবে। সেক্ষেত্রে সহজ সমাধানের পথ খুঁজতে গিয়ে সব শরিককে সামিল করতে হবে-এটাই আমাদের নীতি ”।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত ভারত সফরকালে বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের উদ্বোধনের অনুষ্ঠানে হাজির হয়ে তিস্তা ইস্যুর নাম সরাসরি না এনেও বলেন, ” আমরা পরস্পরে অনেক সমস্যা সমাধান করেছি। তবে আরও অনেক সমস্যাই এখনও অমীমাংসিত রয়েছে।”। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সিদ্ধান্তে অটল। রাজ্যের স্বার্থ নষ্ট করে কোনো পদক্ষপেই নেবেন না তিনি। বাংলাদেশের জল সমস্যা দূরীকরণে মুখ্যমন্ত্রী এবার উলটো চাল দিয়ে তিস্তার বদলে তোর্সা-সহ আরও দুই নদীর জল বাংলাদেশকে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। সুষমা স্বরাজ এই বিষয়ে ভাবনা চিন্তা করা হবে জানালেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!