এখন পড়ছেন
হোম > রাজ্য > বড়সড় রদবদল হলো মমতার মন্ত্রিসভায়,জেনে নিন বিস্তারিত

বড়সড় রদবদল হলো মমতার মন্ত্রিসভায়,জেনে নিন বিস্তারিত


বারবার বিরোধীদলরা অভিযোগ করছেযে রাজ্যে কোন রকম প্রশাশনিক কাজকর্ম ঠিক ঠাক হচ্ছেনা। তাই প্রশাসনিক কাজে গতি বাড়াতে ফের রাজ্য মন্ত্রিসভায় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কারো পদমর্যাদা বাড়ানো হলো তো কারো আবার কমানো হল। যেমন, অর্থমন্ত্রকের মতো গুরুপূর্ণ পদ সামলানোর পাশাপাশি দায়িত্ব আরও বাড়াল অমিত মিত্রের।

এতদিন পর্যন্ত অর্থ, শিল্প ও তথ্যপ্রযুক্তি দপ্তর তো ছিলই, এখন থেকে তার পাশাপাশি ই-গভর্নমেন্ট দপ্তরেও দেখবেন অমিত মিত্র। এতদিন এই দপ্তরটি দেখতেন চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে, মন্ত্রিসভার রদবদলের জেরে এখন থেকে চন্দ্রিমা ভট্টাচার্য দেখবেন পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তর। এছাড়াও দায়িত্ব বেড়েছে অসীমা পাত্রেরও। এখনও থেকে তিনি দেখবেন পোগ্রাম মনিটরিং দপ্তর।

রাজ্যে পরিবর্তনের সরকার আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম লক্ষ্য ছিল রাজ্যবাসীর কাছে ‘ই-গভর্নমেন্ট’-এর মাধ্যমে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া। ইতিমধ্যেই তার সুফলও পেয়েছেন রাজ্যের কয়েক কোটি মানুষ। যত দিন যাচ্ছে, ততই গুরুত্ব বেড়েছে রাজ্য সরকারের ই-গভর্নমেন্ট দপ্তরের ।এমনকি, বর্তমানে এই দপ্তরের আওতায় রাজ্যের সমস্ত দপ্তরকে আনারও তোড়জোড় শুরু হয়েছে। নাগরিক পরিষেবা পাওয়া থেকে শুরু করে রাজ্যের সমস্ত দপ্তরের সব রকম তথ্যও জনসমক্ষে তুলে ধরার উপর গুরুত্ব বাড়ানো হয়েছে।

নবান্ন সূত্রে খবর, ই-গভর্নেন্স প্রকল্পের হাত ধরে এক লাফে ই-ট্রানজাকশন বা আর্থিক লেনদেনের সংখ্যা বাড়িয়ে অনেকটাই নিয়েছে রাজ্য। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র ২০১৭ সালে রাজ্যে মোট বৈদ্যুতিন লেনদেনের সংখ্যা বেড়েছে ন’কোটিরও বেশি। একই সঙ্গে মাথা পিছু বৈদ্যুতিন আর্থিক লেনদেন বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক হাজারের বেশি। চলতি অর্থবর্ষেও এই সংখ্যা আরো খানিকটা বাড়বে বলেই আশা করছেন নবান্ন কর্তারা।

রাজ্যের ইন্টারনেট প্রযুক্তি নিয়ে ইতিমধ্যে আইএএমএআই একটি রিপোর্টও প্রকাশ করেছে। যেখানে ইন্টারনেট যোগাযোগের পরিকাঠামো, ইন্টারনেটের মাধ্যমে সরকারি পরিষেবা, নাগরিকদের অংশগ্রহণ ও সার্বিক তথ্যপ্রযুক্তি পরিষেবা- মূলত এ সব মাপকাঠির ভিত্তিতে রাজ্যগুলির ই-প্রস্তুতি সংক্রান্ত সূচক তৈরি হয়েছে। আর সেই তালিকায় অনেকটাই উপরে রাজ্য।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ইতিমধ্যে ‘গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস’ বা জিইএম পোর্টাল চালু করেছে রাজ্যে অর্থদপ্তর। ওই পোর্টালের মাধ্যমেই রাজ্য সরকারের সব ক’টি দপ্তরকে একছাতার নিচে আনার কাজও শেষ। এখন সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ায় রাজ্য সরকারের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আর এই মাধ্যমে পরিষেবা কে আরো দ্রুত করে তোলার জন্যই মন্ত্রিসভায় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী ‌।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!