এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর একটা ‘ভুলেই’ কি শেষ হবে বিজেপি বিরোধী বৃহত্তর জোট? আশঙ্কায় বিশেষজ্ঞরা

মুখ্যমন্ত্রীর একটা ‘ভুলেই’ কি শেষ হবে বিজেপি বিরোধী বৃহত্তর জোট? আশঙ্কায় বিশেষজ্ঞরা


সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী জোট গঠনের জন্য উড়ে গেছেন দিল্লিতে। সেখানে তিনি এই বিষয় বৈঠক করেছেন শরদ পাওয়ার সহ একে একে শিবসেনা, ডিএমকে, টিডিপি সহ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে। মমতা বধ্যোপাধ্যায় চাইছেন

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই মুহূর্তে কংগ্রেসকে এড়িয়ে অন্যান্য আঞ্চলিক দলগুলির যে যেখানে শক্তিশালী সেখানে তারা একটি করে প্রার্থী দিক আর এর দ্বারাই আটকানো যাবে মোদী বাহিনীকে। কিন্তু এদিকে পঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাত, ছত্তিশগড়, কর্নাটকের মতো রাজ্যে কংগ্রেসের সাথে প্রায় ১৫০ টি আসনে বিজেপির লড়াই। তাই কংগ্রেসকে বাদ দিয়ে ফেডারেল ফ্রন্টের মতো জাতীয় স্তরে জোট গঠন নিতান্তই অনর্থক। এর আগেও কোনো দলই এই নীতিতে টিকে থাকতে পারেনি বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কংগ্রেসের সভাপতিকে বাদ দিয়ে মমতা সোনিয়ার সাথে কথা বলতে চেয়েছিলেন বলে জানা গেছে। কিন্তু সভাপতির ওপরই সমস্ত দায়িত্ব দিয়ে রেখেছেন সোনিয়া। আর তাই রাহুলকে এড়িয়ে কোনো বৈঠকই কার্যকরী হবে না। মমতা সব কিছুর মাথা হতে চাইলেও কংগ্রেস সহ আঞ্চলিক দলগুলির প্রধানমন্ত্রী পদের দাবিদার কম নয়। আর যে দল বেশি ভোট পাবে তার দিকেই ঝুঁকবে আঞ্চলিক দলগুলি। এখন নির্বাচনই কথা বলবে আর ভোট বাক্সেই প্রতিফলিত হবে এই সমস্ত কিছুর ফলাফল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!