এখন পড়ছেন
হোম > জাতীয় > আরো এক ‘শ্রী’ প্রকল্পকে নিয়ে সংঘাত চরমে উঠতে যাচ্ছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে

আরো এক ‘শ্রী’ প্রকল্পকে নিয়ে সংঘাত চরমে উঠতে যাচ্ছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে

ক্ষমতায় আসার পর থেকেই মোদী সরকার ও মমতা সরকারের মধ্যে ‘শ্রী’ প্রকল্প নিয়ে রেষারেষি চরমে। মমতা সরকারের অভিযোগ করে যে তাদের প্রকল্প চুরি করে নিজেদের নামে চালাচ্ছে মোদী সরকার। অন্যদিকে মোদী সরকারের দাবি মমতা সরকার তাদের প্রকল্পকে নাম বদলে নিজেদের নামে চালাচ্ছে।পঞ্চায়েত ভোট শিয়রে আর সেখানে নিজেদের উন্নয়নের প্রচারে এই প্রকল্পগুলোকে হাতিয়ার করেছে দুই দলই। আর সেখানেই বিবাদ শুরু হলো আবার । রাজ্য সরকার ‘রূপশ্রী’-তে গরিব মেয়েদের বিয়েতে ২৫ হাজার নগদ অর্থ সাহায্য এবং ‘কন্যাশ্রী’-তে কিশোরীদের জন্য নগদ অর্থ সাহায্যের ব্যবস্থা করেছে। এদিন সংসদে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মেনকা গাঁধী জানিয়েছেন, “১৮ বছরের বেশি বয়সের মেয়েদের সাহায্য করার থেকেও কিশোরীদের সাহায্য করাটা বেশি জরুরি।”পাশাপাশি তিনি জানান ,”একা পশ্চিমবঙ্গ নয়। দিল্লি, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাত, হিমাচল, কর্নাটক, পঞ্জাবের মতো রাজ্যেও কন্যাসন্তানদের জন্য নিজস্ব প্রকল্প রয়েছে।” অন্যদিকে কিশোরীদের জন্য কেন্দ্রের তরফ থেকে কোনো প্রকল্প আছে কিনা এ বিষয় এদিন প্রশ্ন তুলেছিলেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর তার উত্তরে এদিন একথা বলেন মেনকা ফাগান্ধী বলে জানা গেছে। প্রসঙ্গত,এর আগে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের সমর্থনকে কটাক্ষ করেছিলেন মুখমন্ত্রী ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!