মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘খুনের পরিকল্পনার’ বিস্ফোরক অভিযোগ আনলেন মুকুল রায় রাজ্য May 7, 2018 রবিবার রাজ্যের আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচার কার্যে বিজেপি নেতা মুকুল রায় কোচবিহার জেলা সফর করলেন। অভিযোগ কোচবিহারের মাথাভাঙা থেকে প্রচার সেরে ফেরার পথে তাঁর গাড়ির উপর দুষ্কৃতি হামলা হয় বলে জানা গেছে। আর এই হামলার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-কেই দায়ী করলেন। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রে অভিযোগ আনলেন তিনি। মুকুল রায়ের অভিযোগ, মাথাভাঙা থেকে সভা করে ফেরার পথে কোচবিহারের অন্দারন পখিহাগা এলাকায় তাঁর উপর তৃণমূল কংগ্রেস হামলা চালিয়েছে। তাঁর গাড়ি ঘিরে ধরা হয়। গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেি তিনি মুখ্যমন্ত্রীর বিররুদ্ধে খুনের অভিযোগ করেন। অবশ্য মুকুল রায় একথাও জানালেন ব্যক্তিগত দেহরক্ষী থাকায় তিনি রক্ষা পেয়েছেন। তিনি এদিন এও দাবি করলেন যে বেশ কিছু জেলার পুলিশ সুপারকে এই বিষয়ে মুখ্যমন্ত্রী নির্দেশও দিয়েছেন। এদিনের ঘটনা প্রসঙ্গে তিনি রাজ্য নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন। আপনার মতামত জানান -