এখন পড়ছেন
হোম > রাজ্য > মানুষের সহানুভূতি পেতে মমতা খুনের চক্রান্তের মিথ্যে অভিযোগ করছেন: মুকুল রায়

মানুষের সহানুভূতি পেতে মমতা খুনের চক্রান্তের মিথ্যে অভিযোগ করছেন: মুকুল রায়


সম্প্রতি একটি খবরের চ্যানেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি একান্ত সাক্ষাৎকারে অভিযোগ করে বলেছিলেন তাঁকে খুন করার চক্রান্ত হচ্ছে। এদিন শেষ মুহূর্তে দলীয় প্রার্থীর সমর্থনে পশ্চিম মেদিনীপুরের চাঁদড়ায় প্রচারে গিয়ে বিজেপি নেতা মুকুল রায় আশ্চর্যজনক ভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে জানালেন মুখ্যমন্ত্রী তাঁকে খুনের ষড়যন্ত্র করছেন। এদিন প্রচারমঞ্চ থেকে একপ্রকার দাবি করেই তিনি বললেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভয় পেয়েছেন। যেখানে যাচ্ছি সেখানেই মানুষ আমার কাছে ভিড় জমাচ্ছেন। তৃণমূল ভাঙছে। তাই মমতা আমাকে খুন করতে চেয়েছিল। সবং নির্বাচনের সময় মমতা আমাকে খুন করার পরিকল্পনা করেছিল। প্রশাসন থেকেই আমি একথা জেনেছি।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মুকুল বাবু তাঁর অভিযোগ তালিকা আরো দীর্ঘ করে বললেন, ” সিপিএমকে হঠাতে এই জঙ্গলমহলে গুলির সামনে লড়াই করে সংগঠন গড়েছি। যে দলটার জন্য জীবন-যৌবন সবই নিয়োজিত করেছিলাম, সেই দলটাই আমাকে খুন করার পরিকল্পনা নিয়েছিল। এটা ভাবতেই খারাপ লাগছে।” সম্প্রতি বিরোধীদের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আনা অভিযোগের সরলীকরণ করে মুকুল বাবু এদিন বললেন, ”মমতা মিথ্যে কথা বলেন। ভোটের মুখে মানুষের সহানুভূতি পেতে উনি খুনের চক্রান্তের মিথ্যে অভিযোগ করছেন।” রাজ্যের শাসক দল সম্পর্কে অভিযোগ করে তিনি বললেন, ”সিপিএম ৩৪ বছরে যা না কামিয়েছে, তৃণমূলের নেতারা ৭ বছরে তার চেয়ে বেশি কামিয়েছে। পরিবর্তনের সরকারের আমলে বাংলার কোনও উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে তৃণমূলের নেতা-মন্ত্রীদের।” যদিও মুকুল বাবুর এদিনের মন্তব্যের তীব্র বিদ্রুপ করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী শ্লেষের সুরে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন , ”যে লোকটা এখনও বিজেপির নুন্যতম সদস্যপদ পাইনি, তাঁর অভিযোগের আবার কি উত্তর দেব? আগে ও নিজেদের পায়ের তলার মাটি শক্ত করুক!”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!