এখন পড়ছেন
হোম > রাজ্য > মমতা কোন ভাগাড়ের উচ্ছিষ্ট? অভিষেককে প্রশ্ন মুকুলের, মুখ খুললেন শুভ্রাংশুকে নিয়েও

মমতা কোন ভাগাড়ের উচ্ছিষ্ট? অভিষেককে প্রশ্ন মুকুলের, মুখ খুললেন শুভ্রাংশুকে নিয়েও


সম্প্রতি জঙ্গলমহলের সভা থেকে প্রাক্তন রাজনৈতিক গুরু পুত্র শুভ্রাংশু রায় কে পাশের আসনে বসিয়ে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরু মুকুল রায় কে বিদ্রুপ করে ভাগাড়ের উচ্ছিষ্ট বলে সম্বোধন করেছিলেন। এদিন সেই কথারই জবাব দিলেন বিজেপি নেতা মুকুল রায়। শালবনীতে দলীয় প্রচারকার্যে তিনি উপস্থিত হয়ে ছিলেন।   

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তিনি বললেন, “আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম বলে আমি ভাগাড়ের উচ্ছিষ্ট যদি হই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কী ?” শুধু তাই নয় এদিন মুকুল বাবু কড়া ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে বললেন, ” ১৯৯৯ সালে কংগ্রেস ছেড়ে বিজেপির হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। তখন উনি কোন ভাগাড়ের উচ্ছিষ্ট ছিলেন? সেটা জানতে চেয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।” একই সাথে এদিন তিনি পুত্র শুভ্রাংশুর পৃথক রাজনৈতিক আদর্শ নিয়ে পক্ষপাতদুষ্ট নয় জানালেন। কারণ হিসেবে তিনি বললেন, ” রাজনীতিতে এমন জিনিস একছার হয়। এমন নজির বহু আছে। শুভ্রাংশু বাচ্চা ছেলে নয়, সে তাঁর মতো রাজনীতি করতেই পারে।” এদিনের জনসভা থেকে মুকুল বাবু প্রকাশ্যে ছত্রধর মাহাতোর পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি রাজ্য সরকারের সমালোচনা করে  বললেন, “সিপিএমের হার্মাদের সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম। এখন দেখছি সবই এক। শুধু লাল রঙের জায়গায় তৃণমূলের পতাকা এসে গিয়েছে। তৃতীয়বার আর তৃণমূল সরকার আসবে না রাজ্যে। তার কারণ দুবার ক্ষমতায় এসেই গণতন্ত্রকে হত্যা করেছে রাজ্যের সরকার।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!