এখন পড়ছেন
হোম > রাজ্য > .মমতাকে এবার হিটলার বলে কঠাক্ষ করলেন মুকুল

.মমতাকে এবার হিটলার বলে কঠাক্ষ করলেন মুকুল


ইসলামপুরের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদের ডাক দিয়েছে রাজ্য বিজেপি| তাই সেই অর্থে এখন একসময়ের নেত্রীকে দ্ব্যর্থহীন ভাষায় বিঁধলেন ছাড়লেন না মুকুল রায়। এমনকী তিনি হিটলার বলে সমধ্বন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতাকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বিজেপি নেকা মুকুল রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি হিটলারের মতো আচরণ করছেন এবং তিনি ভুলে যাচ্ছেন উনি একটা সময় ৩৬ ঘণ্টা বনধ ডেকেছিলেন।

ইসলামপুরে গুলিবিদ্ধ দুই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে নবান্ন অভিযান বাতিল করে আগামী বুধবার ২৬ সেপ্টেম্বর ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে বিজেপি। কিন্তু এই বনধের তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী| নিজেরা খুন করে আবার বনধ ডাকা হয়েছে, বিজেপিকে এই ভাষায় তোপ দাগেন মমতা তিনিও। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে এই রাজ্যে কোনও বনধ পালন করা হবে না। ইসলামপুরের ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বলেন বহিরাগত গুন্ডাদের এনে ইসলসামপুরে ছাত্র খুন করেছে বিজেপি এবং সেটা নিয়েই রাজনীতি করছে| বিজেপি আর আরএসএস বিহার-ঝাড়খণ্ড থেকে লোক ঢোকাচ্ছে বলে দাবি জানান তিনি। বিজেপির বিরুদ্ধে এই তোপ দাগার পরেই মুকুল রায় পাল্টা কটাক্ষে বিদ্ধ করেন মুখ্যমন্ত্রীকে|

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এরই পরিপ্রেক্ষিতেই মুকুলবাবু হুঁশিয়ারির সাথে বলেন যে বনধ হবেই। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন যে ওনার সঙ্গে পুলিশ-প্রশাসন থাকতে পারে কিন্তু উনি ঠিক করে দেবেন না কোন রাজনৈতিক দলের আন্দোলন কোন পথে চলবে| আর আগুন নিয়ে বিজেপি বা আরএসএস খেলছে না বরং আরও মারাত্মক খেলা খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ তোলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!