এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার রণনীতি নির্ধায়ক প্রশান্ত কিশোরকে নিয়োগ নিয়ে কটাক্ষ মুকুলের, জেনে নিন

মমতার রণনীতি নির্ধায়ক প্রশান্ত কিশোরকে নিয়োগ নিয়ে কটাক্ষ মুকুলের, জেনে নিন


লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 42 টি আসনের মধ্যে 42 টি আসনই দখল করার ডাক দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তার সেই স্বপ্ন পূর্ণ হয়নি। উল্টে গত 2014 সালে তৃণমূল বাংলা থেকে 34 টা আসন পেলেও এবার 2019 এর লোকসভা নির্বাচনে তাদের দখলে এসেছে মোটে 22 টি আসন। অপরদিকে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলে বিজেপি 2 থেকে তাদের আসন সংখ্যা 18 করে নিয়েছে। আর এই পরিস্থিতিতে দাড়িয়ে বাংলায় গেরুয়া শিবিরে প্রবল উত্থানে আতঙ্কিত হয়ে উঠেছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিভাবে এই গেরুয়া ঝড় রোধ করা যাবে তা নিয়ে দলের অন্দরে আলোচনাও করেছিলেন তিনি। আর এরপরই 2021 এর বিধানসভা নির্বাচনে দলকে সঠিক ভাবে পার করবার জন্য নির্বাচনী রননীতিকার হিসেবে প্রশান্ত কিশোরকে দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বস্তুত, এই প্রশান্ত কিশোরের উদ্যোগেই নরেন্দ্র মোদি, নীতিশ কুমার এবং জগমোহন রেড্ডির মতো ব্যক্তিত্বরা বিপুল সাফল্য পেয়েছেন। আর তাই বাংলায় তৃণমূলের ভাঙ্গন রুখতে এবং বিজেপির উত্থান আটকাতে এবার সেই বিশিষ্ট রণনীতিকারের উপরই ভরসা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ ফের রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে আসতে দেখা গেছে সেই প্রসান্ত কিশোরকে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল যুবর সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বৈঠক করেছেন বলেই জানা গেছে। বস্তুত, এর আগে এই প্রশান্ত কিশোরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বৈঠকের পরই বাংলায় তৃণমূলের পক্ষে কাজ শুরু করে দিয়েছিলেন তিনি।

ইতিমধ্যেই প্রশান্ত কিশোরের তরফে ফেসবুকে যুব সম্প্রদায়কে রাজনীতিতে যোগদান করার জন্য বিভিন্ন মেসেজ এবং লিংক আসতে দেখা যাচ্ছে। ফলে এমতাবস্থায় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই তৃণমূলের নির্বাচনী রণনীতিকার প্রশান্ত কিশোরের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

এদিকে এই নিয়েই কটাক্ষ করেছেন মুকুল রায়। প্রশান্তকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তাচ্ছিল্যের সুরে মুকুল রায় বলেন, কে প্রশান্ত কিশোর? সুপার চিফ মিনিস্টার নাকি?উত্তরপ্রদেশে সপা-কংগ্রেসকে ডুবিয়েছিল তো।নির্বাচনী রণনীতি সাজিয়ে দেওয়ার জন্য প্রশান্ত কিশোর মোটা টাকা দক্ষিণা নিচ্ছেন বলেও শোনা যাচ্ছে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য দাবি করেছেন, এক্ষেত্রে কোনও টাকাই নিচ্ছেন না সমাজের জন্যে কাজ করার জন্য মমতার সঙ্গে দিচ্ছেন প্রশান্ত।

এদিন এই নিয়েই নেত্রীকে কঠাক্ষ করেন মুকুল রায়। মুকুল রায় বলেন,”প্রশান্তকে চারশো কোটি টাকা না দিয়ে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য থেকে পদত্যাগ করুন মমতা বন্দ্যোপাধ্যায়”। ফলে সব মিলিয়ে মমতার প্রাক্তন সেনাপতি নাকি মমতার নতুন সেনাপতি প্রশান্ত কিশোরে কে জেতেন তা এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!