এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রকাশ্য সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গদ্দারী ফাঁস’ করলেন মুকুল রায়

প্রকাশ্য সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গদ্দারী ফাঁস’ করলেন মুকুল রায়


‘আমার দয়াতেই সুব্রত বক্সি সাংসদ হয়েছেন, আরও অনেকে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন, আমি যদি দলটা তৈরি না করতাম, তাহলে এসব কী হত? আমার থেকেও বড় বেইমান মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে কংগ্রেসের সঙ্গে বেইমানি করেছিলেন, তারপর বিজেপির সঙ্গে। আরও স্পষ্ট করে বললে অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে বেইমানি করেছিলেন। যে অটলবিহারী বাজপেয়ী তাঁকে কন্যাস্নেহ দিয়েছিলেন, তাঁর মাকে প্রণাম করে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জাতীয় নেত্রী বানিয়েছিলেন, সেই অটলবিহারীর সঙ্গে বেইমানি করেছিলেন তিনি।’ ঝাড়গ্রামের একটি সভায় মুক্ষমন্ত্রীর বিরুদ্ধে এমনই আক্রমণাত্মক শব্দ ছুঁড়লেন মুকুল রায়। সূত্রের খবর, এদিন সভায় তিনি প্রকাশ্যে দাবি করেন, ‘আমি সে সময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে ছিলাম, তাই আমার থেকে এসব কেউ ভালো জানবে না যে, তৃণমূল কংগ্রেস কাদের সাহায্য নিয়েছে। আজ আমার দিকে আঙুল তুলছে ‘গদ্দার’ বলে, তাহলে আপনারাই বিচার করে দেখুন কে আসলে গদ্দার, কে বেইমান! আমি এই প্রশ্নের উত্তর দেব না। এই প্রশ্নের উত্তর দেবে বাংলার মানুষ।’ ‘তাঁদের সঙ্গেও বেইমানি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একজন হলেন ছত্রধর মাহাতো। আর অপরজন ভারতী ঘোষ। দুজনেই জঙ্গলমহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসকে জায়গা করে দিয়েছিলেন। কিন্তু প্রয়োজন মিটতেই দুজনের সঙ্গে বেইমানি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!