এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লক্ষ্য ২০২১? ফের জঙ্গলমহলে ঢেলে দিলেন মমতা, জেনেনিন

লক্ষ্য ২০২১? ফের জঙ্গলমহলে ঢেলে দিলেন মমতা, জেনেনিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- জঙ্গলমহলের মানুষের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, জঙ্গলমহলের মানুষকে খুশি করতে এবার নতুন ব্যাটেলিয়ান তৈরি করছেন তিনি। সেই হিসেবে রাজ্যের পুলিশ প্রশাসনকে নতুন করে সাজিয়ে তুলতে উদ্যোগী হয়েছেন তিনি।

সেইসঙ্গে জানা গেছে, এমন খবর পেয়ে রীতিমতো খুশি হয়েছেন পশ্চিম মেদিনীপুরের মানুষজন। গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কোচবিহার, ঝাড়গ্রাম ও পাহাড়ের জন্য তিনি এই তিনটি আলাদা ব্যাটালিয়ান তৈরির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন।

সেইসঙ্গে আগামী বছর অর্থাৎ ২০২১-এর ৩১ জানুয়ারির মধ্যেই এই ব্যাটালিয়নগুলি তৈরি হয়ে যাবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ দিন তিনি জানান, ‘‘স্থানীয় মানুষের দীর্ঘ দিনের দাবি মেনে পুলিশ একটা বড় কাজ করেছে। ২০২১ সালের ৩১ জানুয়ারির মধ্যেই ব্যাটালিয়ানগুলির গঠন হয়ে যাবে।’’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে, প্রতিটি ব্যাটেলিয়নে ১ হাজার জন করে নিয়োগ করা হবে বলেও জানান তিনি। জঙ্গলমহল বস্তুত ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার একটা অংশ নিয়েই পরিচিত। আর বর্তমান পরিস্থিতিতে সেখানকার অনেক মানুষের মধ্যেই রয়েছেন বেকার যুবক যুবতী। তাই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নতুন বছরেই বেকার ওই যুবক যুবতীদের কাছে যে চাকরির সন্ধান এনে দেবে সেকথাই মনে করছেন অনেকে।

এ দিন নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান জঙ্গলমহলের মাটিকে সন্মান জানিয়েই এই ব্যাটালিয়নে তৈরি করছেন তিনি। যদিও এর আগেই এই এলাকার বহু যুবককে স্পেশাল হোমগার্ড হিসেবে নিয়োগ করা হয়েছে। সেইসঙ্গে পরে তাঁদেরকে কনস্টেবল পদে উন্নীত করা হয় বলেও জানা গেছে। তাই মুখ্যমন্ত্রীর এই নতুন ঘোষণায় আশার আলো দেখছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!