এখন পড়ছেন
হোম > রাজ্য > “মমতাই আসল শিক্ষামন্ত্রী যন্ত্র” কটাক্ষ মুকুলের

“মমতাই আসল শিক্ষামন্ত্রী যন্ত্র” কটাক্ষ মুকুলের


শিক্ষক নিয়োগ নিয়ে একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে। আর তাতে নাম জড়িয়েছে শাসকদলের। তাই নিয়ে  অনশন আন্দোলনে নেমেছিল মালদা জেলার ২০০৯ এর প্রাথমিকের চাকরি প্রার্থীরা।তাদের দাবি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়োগপত্র হাতে পাননি চাকরি প্রার্থীরা।এদিকে এই অনশন প্রায় ১ মাসে পড়লেও এতদিন পর্যন্ত শাসকদলের কাউকেই দেখা যায়নি। আজ তাদের সাথে দেখে করতে গিয়েছিলেন মুকুল রায়। অনশনকারীদের মুকুল রায় বলেন, “দু’ভাবে আন্দোলন করতে হবে। একটি আইনিভাবে ও দ্বিতীয়টি রাজনৈতিকভাবে। দু’ধরনের আন্দোলনেই বিজেপি চাকরিপ্রার্থীদের পাশে থাকবে।” পাশাপাশি তিনি বলেন, “এই রাজ্য সরকার একরোখা। এরা সিপিআইএম -এর জমানাকেও ছাড়িয়ে গিয়েছে।”এদিন তিনি জানালেন “শিক্ষামন্ত্রী একজন ইনস্ট্রুমেন্ট মাত্র। আসল তো মমতা বন্দ্যোপাধ্যায়। এরা সব উলটে যাওয়া কচ্ছপ। কাল যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাহলেই এদের চাকরিতে নিয়ে নেওয়া হবে।” মুকুল রায়ের আশ্বাস পেয়ে অনশন তুলে নেন চাকরিপ্রার্থীরা। তবে নিজেদের দাবি আদায়ে আইনি লড়াই লড়বেন দলেও জানিয়ে দিয়েছেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!