এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতা-পিকের যুগলবন্দিতে বিধানসভা জয়ের নীল-নকশা তৈরি, ময়দানে এখন থেকেই 600 সৈনিক

মমতা-পিকের যুগলবন্দিতে বিধানসভা জয়ের নীল-নকশা তৈরি, ময়দানে এখন থেকেই 600 সৈনিক


লোকসভা নির্বাচনে 42 এ 42 এর স্লোগান তুলে 22 টি আসন পাওয়ায় হতাশার সৃষ্টি হয়েছিল তৃণমূলের মধ্যে। জনসংযোগে যে ব্যাপক ত্রুটি রয়েছে এবং তার কারণেই যে এই ফলাফল, তা বুঝতে পেরে দিদিকে বলো নামে একটি কর্মসূচি চালু করে ঘাসফুল শিবির। ভোটগুরু প্রশান্ত কিশোরের পরিকল্পনা মাফিক মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি চালু করার কথা বলে দলের বিধায়ক, নেতা, সাংসদদের ময়দানে নামিয়েছিলেন।

আর এবার সেই দিদিকে বলো প্রকল্পের অংশ হিসেবে সামনের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নতুন সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। বস্তুত, কিছুদিন আগেই রাজ্যের সমস্ত ব্লক এবং টাউনে তৃণমূলের সভাপতিদের নিয়ে তৃণমূল ভবনে একটি বৈঠকের ডাক দিয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর সেখানেই দিদিকে বলো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, দ্বিতীয় ধাপের এই দিদিকে বলো কর্মসূচিতে দশ দিনে 2000 গ্রামে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল। যেখানে রাজ্যজুড়ে তৃণমূলের প্রায় 600 জন নেতাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই জনসংযোগে জোর দিতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে।

আর এই পরিস্থিতিতে 600 জন নেতাকে 10 দিনের মধ্যে 2000 গ্রাম সেরে ফেলার নির্দেশ তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে আসায় প্রশান্ত কিশোর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সূক্ষ্ম পরিকল্পনায় যে এই প্ল্যানিং বিধানসভা নির্বাচন জয়ের জন্যই, সেই ব্যাপারে নিশ্চিত প্রায় সকলেই।

অনেকে বলছেন, বিজেপি বর্তমানে গান্ধী সংকল্প যাত্রা করে রাজ্যজুড়ে পদযাত্রা শুরু করেছে। আর তাই বিজেপিকেও টেক্কা দিতে অল্প সময়ের মধ্যে বেশি নেতাদের ময়দানে নামিয়ে জনসংযোগে জোর দিচ্ছে তৃণমূল। তবে শেষ পর্যন্ত প্রশান্ত কিশোর এবং মমতা বন্দ্যোপাধ্যায় দলের 600 জন নেতাকে ময়দানে নামিয়ে দিদিকে বলো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করলেও সাধারণ মানুষ তৃণমূলের প্রতি কতটা আস্থা যোগায়, তা দেখার জন্য নজর রাখতেই হবে আগামী বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে বলে মত বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!