এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নন ববি হাকিম? সক্রিয় হওয়ার নির্দেশ হেভিওয়েট মন্ত্রীর!

মমতার পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নন ববি হাকিম? সক্রিয় হওয়ার নির্দেশ হেভিওয়েট মন্ত্রীর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে ঘটেই চলেছে একের পর এক অপরাধ প্রবণতার মত ঘটনা। মালদহে দুলাল সরকারের পর আরও এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, পুলিশের ভূমিকা নিয়ে। আর এবার পুলিশের সক্রিয়তা বাড়ানোর নির্দেশ দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ববি হাকিম।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে ববি হাকিমকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “পুলিশের সক্রিয়তা বৃদ্ধি করতে হবে। মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন, জিরো টলারেন্স। আমাদের সেই চেষ্টা করতে হবে। যদিও বা এনসিআরবির রিপোর্টে কলকাতা এখনও নিরাপদ শহর। তবুও দুর্ভাগ্যজনকভাবে কিছু ঘটনা ঘটে চলেছে। তবে সেটা বন্ধ করার দিকে আমাদের সকলের নজর দিতে হবে।”

আর ববি হাকিমের এই বক্তব্যের পরেই প্রশ্ন উঠছে যে, তাহলে কি পুলিশ এই রাজ্যে ঠিকমত সক্রিয় নয়! ঘুরিয়ে কি সেটাই বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য? সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!