এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একদা মমতার স্বপ্নের প্রকল্পই এখন নতুন মাথাব্যথা? আগামীদিনে কলকাতার ঘুম ওড়াতে চলেছে?

একদা মমতার স্বপ্নের প্রকল্পই এখন নতুন মাথাব্যথা? আগামীদিনে কলকাতার ঘুম ওড়াতে চলেছে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্ষার প্রাদুর্ভাব ইতিমধ্যেই দেখা দিয়েছে। আর সেই বর্ষা শুরু হতে না হতেই বাড়ছে মশার দাপট। এমনিতেই বর্ষার সময় ডেঙ্গির আতঙ্ক গ্রাস করে গোটা শহরকে। আর তার মধ্যে এবার নতুন আশঙ্কা তৈরি হচ্ছে পাটুলির ভাসমান বাজারে‌। জানা গেছে, ভয়াবহ দুর্যোগের তাণ্ডবের এই বাজারের বহু নৌকা জলে ডুবে নষ্ট হয়ে গিয়েছিল। ফলে গোটা বাজার বন্ধ হয়ে যায়। কিন্তু এখন সেই নৌকাগুলো তুলে রাস্তায় রাখা হয়েছে। তবে এরই মাঝে বৃষ্টির জল জমে সেই নৌকা মশার বাসস্থান হয়ে ওঠায় রীতিমত চিন্তা বাড়ছে পৌর কর্তৃপক্ষের।

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা পৌরসভার পক্ষ থেকে তৈরি করা এই বাজারের বেশ কিছু নৌকা কিছুদিন আগেই খারাপ হয়ে জলে ডুবে গিয়েছিল। গত মাসের শেষ দিকে লকডাউন শুরু হলে সেই নৌকা ঠিক করার কাজ আটকে যায়। এদিকে গোদের ওপর বিষফোঁড়া হিসেবে সম্প্রতি ভয়াবহ দুর্যোগে চল্লিশটি নৌকা আবার ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। যার ফলে গোটা বাজারটি ভেসে যাওয়ায় প্রবল সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। দোকানিরা রীতিমত রাস্তায় তাদের পসরা সাজিয়ে বিক্রি করতে শুরু করেন।

ফলে এবার একদিকে বর্ষা এবং তার মধ্যে ডেঙ্গুর প্রকোপের আশঙ্কা যখন করা হচ্ছে, ঠিক তখনই সেই নষ্ট হয়ে যাওয়া নৌকার মধ্যে মশা তাদের প্রজনন করবে বলে আশঙ্কা করছেন অনেকে। যার ফলে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর এটাই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। বাসিন্দাদের অভিযোগ, বারবার পরিষ্কার করতে বলা হলেও, তা করা হচ্ছে না। যার ফলে মশার উপদ্রব বাড়ছে। তবে বর্তমানে মশা মারার তেল দেওয়ার কাজ শুরু হয়েছে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বাজারে জলাশয়ের জল যাতে পরিষ্কার থাকে, তার জন্য কেএমডিএর পক্ষ থেকে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু লকডাউনের কারণে সেই সমস্ত কাজ এখন শিকেয় উঠেছে। যার ফলে কিভাবে এখন ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পাওয়া যাবে, তা সকলের কাছে প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিন এই প্রসঙ্গে কলকাতা পৌরসভার ওয়ার্ড কো-অর্ডিনেটর তথা প্রাক্তন কাউন্সিলার অরূপ চক্রবর্তী বলেন, “আপাতত জল যাতে না জমে, তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও নিয়ম করে পৌরসভা থেকে মশা মারার তেল স্প্রে করা হচ্ছে। নৌকা মেরামতির কাজ দ্রুত শেষ করতে বলা হয়েছে কেএমডিএকে। ওরা আশ্বাস দিয়েছেন আগস্টের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।”

তবে বাসিন্দাদের পক্ষ থেকে যেভাবে পৌরসভা উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করা হচ্ছে, তাতে রীতিমত চাঞ্চল্য বাড়ছে। একদিকে ভয়াবহ দুর্যোগ এবং তার মধ্যে করোনা ভাইরাস সামাল দিতে অতিষ্ঠ এবং হিমশিম খেতে হচ্ছে সকলকে। আর তার মধ্যেই এই ভাসমান বাজারে নৌকার মধ্যে জল জমে যাওয়ায় বর্ষার মধ্যে ডেঙ্গুর ব্যাপক বৃদ্ধি আশঙ্কা করছেন বাসিন্দারা। সব মিলিয়ে এখন কলকাতা পৌরসভার পক্ষ থেকে বাসিন্দাদের স্বস্তি দিতে জমা জল পরিষ্কার করে ডেঙ্গুর লার্ভাকে নষ্ট করতে কি উদ্যোগ নেওয়া হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!