এখন পড়ছেন
হোম > রাজ্য > টিকিয়াপাড়া ঘটনায় এবার “ষড়যন্ত্রের তত্ত্ব” খুঁজে পেলেন মমতা মন্ত্রীসভার হেভিওয়েট সদস্য !

টিকিয়াপাড়া ঘটনায় এবার “ষড়যন্ত্রের তত্ত্ব” খুঁজে পেলেন মমতা মন্ত্রীসভার হেভিওয়েট সদস্য !

লকডাউনের মধ্যে বাইরে বেরিয়ে আইন অমান্য করার ঘটনায় পুলিশের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। আর তাকে কেন্দ্র করেই রীতিমত উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়ার টিকিয়াপাড়া এলাকায়। অভিযোগ, পুলিশ এদিন এই এলাকায় বেশকিছু যুবককে লকডাউন অমান্য করে বাইরে বেরোতে দেখে তাদের বাড়ি ফিরে যাওয়ার আবেদন জানান। কিন্তু পুলিশের এই আবেদনে সাড়া না দিয়ে কিছু যুবক পাল্টা পুলিশের প্রতি আঘাত হানেন। যেখানে লাঠি, গুলি চালানোর পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে।

আর যেখানে লকডাউন চলছে, সেখানে পুলিশ বাধা দেওয়ার পর কেন তাকে অমান্য করে কিছু মানুষ সেই পুলিশের ওপর আঘাত হানার সাহস পেলেন, তার ব্যাপারে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই। ইতিমধ্যেই এই ঘটনায় নানা মহলের তরফে উষ্মা প্রকাশ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে 14 জনকে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও গোটা ঘটনায় উষ্মা প্রকাশ করে রাজ্য পুলিশের কড়া টুইট রিটুইট করা হয়।

যার পরেই স্পষ্ট হয়ে যায় যে, মমতা বন্দ্যোপাধ্যায় টিকিয়াপাড়ার এই ঘটনাকে কোনোভাবেই বরদাস্ত করার পক্ষে নন। আর এই ঘটনাকে কেন্দ্র করে যখন নানা মহলে চাঞ্চল্য শুরু হয়েছে, ঠিক তখনই টিকিয়াপাড়ার ঘটনা প্রসঙ্গে মুখ খুলে বিতর্ক বাড়িয়ে দিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। যেখানে গোটা ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্বকে খাড়া করলেন তিনি। সূত্রের খবর, এদিন অরূপবাবু বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী লকডাউন শুরু হওয়ার আগে থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে, আপনারা বাড়িতে থাকুন। বাইরে বের হবেন না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরও জানান, “নানা ভাবে প্রচার করা হচ্ছে। লকডাউন মেনে চলতে বলা হচ্ছে। কিন্তু ভিড় জমা হওয়ায় পরবর্তীকালে বাজার বন্ধ করা হয়েছে। পুলিশ রাস্তায় টহল দিচ্ছে যাতে লকডাউন মানা হয়। কিন্তু এটা করতে গিয়ে গতকাল টিকিয়াপাড়ায় এই ঘটনা ঘটে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা উদ্দেশ্যপ্রণোদিত একটা ঘটনা। এই ঘটনা ঘটানো হয়েছে।” আর রাজ্যের একজন মন্ত্রী হয়ে হঠাৎ এই ঘটনাটি কেন উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা বলে ব্যাখ্যা করলেন অরূপবাবু, তা নিয়ে এখন নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

যেখানে মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো মন্তব্য করেননি, সেখানে কেন অরূপবাবু এই ধরনের বিবৃতি দিলেন, তার ব্যাপারে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। এদিন রাজ্যের সমবায় মন্ত্রী আরও বলেন, “আমরা পুলিশকে বলেছি, কারা করেছে, তদন্ত করে দেখতে। আমরা অত্যন্ত শান্তিপ্রিয়। এর আগে একসঙ্গে মহরম, দুর্গাপুজো, বকরি ঈদ পালন করেছি। কোনোদিন কোনো অশান্তি হয়নি। টিকিয়াপাড়ায় এর আগে কোনো ঘটনা ঘটেনি।”

অরূপবাবুর মতে, “টিকিয়াপাড়ায় সামান্য একটা লকডাউনকে কেন্দ্র করে এই ঘটনা এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে বলেই আমার ধারণা। যেটা পুলিশ খতিয়ে দেখবে। ওখানকার বয়স্ক মানুষ যারা আছেন, তাদের অনুরোধ করছি, যাতে মানুষ লকডাউন মেনে চলেন এবং শান্তি শৃঙ্খলা মেনে চলেন। এই আবেদন যেন তারা মানুষের কাছে করেন।” বিশেষজ্ঞরা বলছেন, টিকিয়াপাড়ায় যে ঘটনা ঘটেছে, তা সত্যিই দুর্ভাগ্যজনক। পুলিশের ওপর কিছু মানুষের এই আক্রমণ বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে রাজ্যে।

যেখানে পুলিশ নিরাপদ নয়, সেখানে কিভাবে সাধারণ মানুষ নিরাপদে থাকবে, তা নিয়ে বিরোধীদের তরফেও করা হয়েছে প্রশ্ন। আর এমতাবস্তায় যখন এই ব্যাপারে দোষীদের ধরপাকড় চলছে, ঠিক তখনই গোটা ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পেলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এখন তার এই ষড়যন্ত্রের তত্ত্ব প্রসঙ্গে রাজনৈতিক মহলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!