এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতা সসম্মানে কাছে ডাকতেই ‘অভিমান’ উধাও? প্যাক আপ মন্তব্যের নতুন ব্যাখ্যা খুঁজে পেলেন মদন!

মমতা সসম্মানে কাছে ডাকতেই ‘অভিমান’ উধাও? প্যাক আপ মন্তব্যের নতুন ব্যাখ্যা খুঁজে পেলেন মদন!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীর মান ভাঙাতে না পারলেও রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র কিন্তু দিদির ডাকে সাড়া না দিয়ে পারলেন না। রাজ্য তৃণমূল শিবিরে এখন চলছে ভাঙনের পালা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বহু নেতাকর্মী দল ছেড়ে বিরোধী দলে গিয়ে যোগ দিয়েছেন। এবার বিধানসভা নির্বাচনের প্রাক্কালেও দেখা যাচ্ছে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা দল ছেড়েছেন এবং সবথেকে বড় ঘটনা হল, তৃণমূলের বহুচর্চিত নেতা শুভেন্দু অধিকারী দল ছাড়ার অপেক্ষায়। এরমধ্যে আবার মদন মিত্র ফেসবুকে পোস্ট করেছিলেন প্যাক আপ। যা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয় নতুন গুঞ্জন।

অনেকেই শুভেন্দু অধিকারীর পাশাপাশি মদন মিত্রও যে দল ছাড়তে চলেছেন, সে ব্যাপারে নিশ্চিত হয়ে যান। কিন্তু আবারও আসরে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে আটকাতে না পারলেও মদন মিত্রকে আটকাতে সমর্থ হন তিনি। আর তার জন্য মদন মিত্রকে পরিবহণ দপ্তরের কর্মীদের স্বাস্থ্যসাথী সহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা দিতে একটি কমিটি গঠন করা হয় নবান্নের তরফ থেকে। আর সেই কমিটির চেয়ারম্যান করে দেওয়া হয় প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রকে। যথারীতি বুধবার মদন মিত্রকে আবারও ফেসবুক লাইভে স্বমেজাজে দেখা গিয়েছে।

দায়িত্ব পেয়ে মদন মিত্র জানিয়ে দিয়েছেন, পরিবহণ কর্মীদের স্বাস্থ্যসাথী সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য তিনি যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন। বুধবার মদন মিত্র ফেসবুক লাইভে এসে জানান, আন অর্গানাইজড সেক্টর কর্মী এবং পরিবহণ কর্মীদের সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্য সাথীর সুবিধা পাইয়ে দিতে সরকারের তরফ থেকে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব পালনের জন্য তিনি একটি অফিস করবেন বলেও জানিয়েছেন। সেখানে এসেও আবেদন করা যাবে। এছাড়াও মদন মিত্রর হোয়াটসঅ্যাপে কিংবা মদন মিত্রকে ইমেইল করে আবেদন করা যাবে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে প্যাক আপ প্রসঙ্গ উঠতেই মদন মিত্র যথারীতি প্যাক আপের আলাদা ব্যাখ্যা দেন।তিনি জানান, বর্তমানে মুখ- মুখোশ, স্টাইল- ফ্যাশনের লড়াই ছেড়ে তৃণমূলের মুখশ্রী ভাল করার জন্যই প্যাক আপ কথার ব্যবহার করেছেন তিনি। পাশাপাশি প্যাক আপের আরেক অর্থ তিনি গেট আপ বলেও অভিহিত করেছেন। এদিন মদন মিত্র ট্যাক্সি সংগঠনের সঙ্গে একটি বৈঠক করেন বলে জানা গেছে। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের তরফ থেকে ভাড়া বৃদ্ধিসহ একগুচ্ছ দাবি জানানো হয় মদন মিত্রকে। অন্যদিকে ট্যাক্সিচালকরাও যাতে স্বাস্থ্য সাথীর আওতায় আসেন সে বিষয়টিও মদন মিত্র দেখছেন বলে জানিয়েছেন।

অন্যদিকে বিটিএস সভাপতি বিমল গুহ ইতিমধ্যেই জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁরা চিঠি দেবেন ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়ে। অন্যদিকে নবান্ন থেকে পরিবহণ দপ্তরের কর্মীদের সুবিধা দেওয়ার জন্য যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটির চেয়ারম্যান মদন মিত্র ছাড়াও কমিটিতে রয়েছেন ট্রান্সপোর্ট ডিরেক্টরের ডেপুটি ডিরেক্টর, এসটিএ-র ডেপুটি সেক্রেটারি। এছাড়াও পরিবহণ সংস্থার কমিটিগুলির সদস্যরা।

বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু অধিকারীকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট চাপে পড়েছেন। তাঁকে দলে আটকাতে বিভিন্ন রকম অস্ত্র প্রয়োগ হলেও সবই ব্যর্থ হচ্ছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি যখনই কানাঘুষো খবর আসতে শুরু করে এবার মদন মিত্র পরিকল্পনা করছেন দল ছাড়ার, তখন আর বিন্দুমাত্র সময় সুযোগ নষ্ট করা হয়নি। মদন মিত্রকে ধরে রাখার জন্য যথাযোগ্য কমিটি তৈরি করে তাঁকে চেয়ারম্যান পদে বসানো হয়েছে। স্বাভাবিকভাবেই মদন মিত্র এই দায়িত্ব পেয়ে খুশি। এই মুহূর্তে যাবতীয় অভিমান তিনি সরিয়ে দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!