এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতা শপথ নেওয়ার পরেই নয়া আবেদন মুকুলের, জেনে নিন!

মমতা শপথ নেওয়ার পরেই নয়া আবেদন মুকুলের, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারীর থেকে মুকুল রায় অনেক ভালো বলে একটি মন্তব্য করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।বিধানসভা নির্বাচনে মুকুল রায় বিজেপি পক্ষে নানা জায়গায় সভা-সমিতি করলেও, এবার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেও, এভাবে সারা রাজ্যে দলের কোনো কর্মসূচিতে উপস্থিত হতে দেখা যায়নি তাকে।

স্বাভাবিকভাবেই মুকুল রায়ের এই ধরনের আচরণ নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছিল। এক সময় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে তিনি দাবি করেছিলেন, 2021 এ তৃণমূল কংগ্রেস সরকারের পতন হবে। কিন্তু তার সেই কথা বাস্তব হয়নি। উল্টে তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। তবে ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পরই ক্রমাগত হিংসার ঘটনা ঘটতে শুরু করেছে রাজ্যে।

যার ফলে বিজেপির পক্ষ থেকে ধর্ণা কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যপাল থেকে শুরু করে বিরোধী দল বিজেপির নানা নেতা-নেত্রীরা এই ব্যাপারে তীব্র কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসকে। আর এই পরিস্থিতিতে হিংসা বন্ধ করার আবেদন জানালেন তৃণমূলের প্রাক্তন সেকেন্ড-ইন-কমান্ড তথা কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মুকুল রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, আজ সকাল 10 টা 45 মিনিটে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই হিংসা বন্ধের বার্তা দিতে দেখা যায় তাকে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শপথ গ্রহণ করছেন, ঠিক তখনই বিজেপির রাজ্য দপ্তরের সামনে দলের পক্ষ থেকে ধর্না কর্মসূচিতে অংশ নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে রাজ্য বিজেপির নেতা কর্মীরা। আর এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন তিনি বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় শপথগ্রহণ তো হবেই। তবে যে হিংসা চলছে, তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার।”

বিশেষজ্ঞরা বলছেন এতদিন বিধানসভা নির্বাচনের সময় সেভাবে বাইরে কোথাও প্রচার করতে দেখা যায়নি মুকুল রায়কে নিজের জয়লাভের ব্যাপারটি নিশ্চিত করতেই কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে মাটি আঁকড়ে পড়েছিলেন তিনি। পরবর্তীতে দল ক্ষমতায় না আসলেও বিজেপির 77 জন বিধায়কের মধ্যে সেই মুকুল রায়ও জয়লাভ করে নিজের রাজনৈতিক অস্তিত্ব প্রমাণ করেছেন।

তবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শপথবাক্য পাঠ করছেন, ঠিক তখনই রাজ্যের হিংসা নিয়ে অন্যান্য বিজেপি নেতাদের মত সরব হতে দেখা গেল তাকে। যেখানে অবিলম্বে হিংসা বন্ধ হওয়ার আবেদন জানালেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!