এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূল নেত্রীর মুখে হাসি ফুটিয়ে এবার বিচ্ছেদের পথে আব্দুল মান্নান-সুজন চক্রবর্তী

তৃণমূল নেত্রীর মুখে হাসি ফুটিয়ে এবার বিচ্ছেদের পথে আব্দুল মান্নান-সুজন চক্রবর্তী


কংগ্রেস ও বাম সম্পর্কে আবার ও অস্থিরতা শুরু হলো।সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে বিরোধী দলনেতা আব্দুল মান্নানের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল এই সেদিন পর্যন্ত কিন্তু আবার সেই সম্পর্কেই ফাটল ধরলো বলে মত রাজনৈতিকমহলে। ঘটনার সূত্রপাত হয় বিধানসভা ভবনে রাজ্যসভার জন্য কংগ্রেসপ্রার্থী অভিষেক মনু সিংভির মনোনয়নে স্ক্রুটিনি চলাকালীন । সূত্রের খবর অনুসারে এইসময় প্রার্থী সামনেই ছিলেন অভিষেক মনু সিংভির সামনেই সুজন চক্রবর্তী বলেছিলেন, “যেখানে রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি, সেখানে প্রার্থীর প্রস্তাবক হিসেবে দলের সাধারণ সম্পাদক সিপি যোশী কেন সই করবেন? ” ঐ সময় ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও লোকমুখে খবর যায় আব্দুল মান্নানের কাছে। এরপর মান্নান সাহেব ক্ষোভ প্রকাশ করে বললেন ,”বামেদের বলে দেওয়া হবে নিজেদের রাস্তা দেখে নেওয়ার জন্য। কেননা রাজ্য কংগ্রেসের মনে হয়েছে, বাম নেতারা চালাকি করে অভিষেক মনু সিংভির মনোনয়ন বাতিল করতে চেয়েছিলেন।” রাজ্য কংগ্রেস সূত্রের খবর অনুযাই , রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে পঞ্চম আসনের জন্য অভিষেক মনু সিংভির নাম ঘোষণা করা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সমর্থনের কথা ঘোষণা করেন। এরপর দিন কয়েক আগে সভাপতি রাহুল গান্ধী,আব্দুল মান্নানকে দিল্লিতে ডেকে বামদের বদলে তৃণমূলের সাথে সম্পর্ক সুদৃঢকরণের নির্দেশ দেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!