এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গেরুয়া হয়ে যাওয়া জঙ্গলমহলকে আবারো ঘাসফুলময় করতে বড়সড় পদক্ষেপ মমতার! পুরোটা জানলে চমকে যাবেন

গেরুয়া হয়ে যাওয়া জঙ্গলমহলকে আবারো ঘাসফুলময় করতে বড়সড় পদক্ষেপ মমতার! পুরোটা জানলে চমকে যাবেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহের মধ্যে সম্প্রতি উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করতে দেখা গেছে তাকে। আর উত্তরবঙ্গের পর পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ চমকপ্রদ উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করবেন বলে মনে করা হয়েছিল। অবশেষে সেটাই বাস্তব হল। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন।

তার আগে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকের একগুচ্ছ চমকপ্রদ ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, মাওবাদী হামলায় মৃত এবং গত 10 বছর ধরে নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যকে চাকরি এবং চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি দাঁতাল হাতির হামলায় মৃত ব্যক্তির পরিবারের সদস্যকে চাকরি দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে মৃত ব্যক্তির পরিবারের একজনকে রাজ্য পুলিশের হোমগার্ড পদে চাকরি দেওয়ার কথাও জানান বাংলার প্রশাসনিক প্রধান। স্বাভাবিক ভাবেই পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একগুচ্ছ ঘোষণা বিধানসভা নির্বাচনের আগে জনসাধারনের মন জয়ের চেষ্টা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় একদিকে মাওবাদী উপদ্রব এবং অন্যদিকে হাতির তাণ্ডব এর কারণে উদ্বেগ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর জঙ্গল মহলে মাওবাদীদের উপদ্রব অনেকটাই কমেছে।

কিন্তু বর্তমানে আবার নতুন করে সেই মাওবাদীদের আনাগোনা দেখা যাচ্ছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই এলাকাকে শান্ত করে জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতো জেল থেকে ছাড়া পাওয়ার পরেই তাকে দিয়ে জঙ্গলমহলের সংগঠনের পুনরুদ্ধার করতে চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। আর এরই মাঝে বিভিন্ন জায়গায় মাওবাদীদের আনাগোনার খবর পাওয়ার সাথে সাথেই তা রুখতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। জানা গেছে, মাওবাদী হামলায় যে সমস্ত পরিবার নিহত হয়েছেন, তাদের পরিবারের একজন সদস্যকে চাকরি এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে এই ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন মাওবাদীর উপদ্রব কমানোর উপর জোর দিলেন, ঠিক তেমনই মাওবাদী হামলায় যারা প্রয়াত হয়েছেন, তাদের পরিবারের পাশে থাকার বার্তা দিতেও দেখা গেল তাকে। এক্ষেত্রে বিধানসভা ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা তার কল্পতরু রূপকে সামনে নিয়ে চলে এল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে গত বেশ কিছুদিন ধরে দাঁতাল হাতির হামলায় একাধিক গ্রামবাসীর মৃত্যু হয়েছে। যার ফলে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরব হচ্ছেন বাসিন্দারা।

বনদপ্তরকে এই হাতির তান্ডব কমানোর জন্য উদ্যোগ নিতে বলা হলেও, কোনোমতেই পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। তাই এই পরিস্থিতিতে সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ যখন বাড়তে শুরু করেছে, ঠিক তখনই পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে এই ব্যাপারে একটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের হাতির তাণ্ডবে একাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটে। সেই কারণে সরকারের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, মৃতের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। এর সঙ্গে মৃতের পরিবারের একজন সদস্য হোম গার্ডের চাকরি পাবেন।”

বিশেষজ্ঞরা বলছেন, গত লোকসভা নির্বাচনের জঙ্গলমহলে বিজেপি অভূতপূর্ব ফলাফল করে। যেখানে অনেকটাই ব্যাকফুটে চলে যায় শাসক দল তৃণমূল কংগ্রেস। সামনে বিধানসভা নির্বাচন। তাই তার আগে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে একদিকে মাওবাদী সমস্যা নিরসন এবং অন্যদিকে হাতির তাণ্ডবে মৃত ব্যক্তির পরিবারের পাশে থেকে তাদের সাহায্যের কথা বলে কল্পতরু হওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ স্থানীয় মানুষজনের প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে, তা নিরসন করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ চমকপ্রদ ঘোষনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!