এখন পড়ছেন
হোম > রাজ্য > ত্রিপুরায় বিজেপির ‘তান্ডব’, তাই পঞ্চায়েতে ভেবেচিন্তে ভোট দিতে অনুরোধ মুখ্যমন্ত্রীর

ত্রিপুরায় বিজেপির ‘তান্ডব’, তাই পঞ্চায়েতে ভেবেচিন্তে ভোট দিতে অনুরোধ মুখ্যমন্ত্রীর

ত্রিপুরায় বিজেপির ‘তান্ডব’ চালাচ্ছে, তাই পঞ্চায়েতে ভেবেচিন্তে ভোট দিন প্রশাসনিক বৈঠকে এসে সভা থেকে জনগণকে এমনই অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী।মঙ্গলবার পাত্রসায়েরে এক প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর সাথে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী শ্যামল সাঁতরা, জেলার দলীয় বিধায়করা, সাংসদ সৌমিত্র খাঁ, সভাধিপতি অরূপ চক্রবর্তী সহ আরো ও অনেকে । সেখানে মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে ত্রিপুরা প্রসঙ্গে বললেন , ”ত্রিপুরায় বিজেপির আসল স্বরূপ বেরিয়ে পড়েছে। গত ৩ দিন ধরে সেখানে ওরা চালাচ্ছে তান্ডব। তাই সামনের পঞ্চায়েত নির্বাচনে বিবেচনা করে ভোট দেবেন। এ রাজ্যে যত উন্নয়ন হয়েছে, তার সিংহভাগ কাজ করেছে পঞ্চায়েত। তাই নির্বাচনে তৃণমূলকে ফের নির্বাচিত করবেন, সেই বিশ্বাস আমার আছে।” এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ৭২ টি প্রকল্পের উদ্বোধন করেন, যার অর্থমূল্য ১০৪ কোটি ৪৪ লক্ষ টাকা। শিলান্যাস করেন ৪৫ টি নতুন প্রকল্পের। যার জন্য বরাদ্দ ১২১ কোটি ৩২ লক্ষ টাকা। এছাড়াও ২০ হাজার ৩২৬ জন উপভোক্তার হাতে নানান সরকারি প্রকল্পের সহায়তা তুলে দেন তিনি। তিনি জানালেন , “চলতি বছরে ৫৭ হাজার ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে।” তৃণমূল কংগ্রেসের সাথে অন্য দল গুলোর কাজের পদ্ধতির বিচার করে মুখ্যমন্ত্রী বললেন, “অন্য দলগুলি শুধু ভোটের সময় জেলায় জেলায় আসে। আমি ভোটের সময় কম আসি। অন্য সময় বেশি আসি এই কারণে, উন্নয়নের কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখভাল করতে। তিনি বলেন, আগে এই জেলার ১৫ শতাংশ মাত্র মানুষ নলবাহিত জল পেতেন। এখন তা বেড়ে হয়েছে ৬৫ শতাংশ। এই জেলার পাণীয় জল প্রকল্পে আরও ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। তাতে আরও ১৮ লক্ষ মানুষ নলবাহিত পাণীয় জলের সুবিধা পাবে। ডিসেম্বর মাসে এই জেলায় এসেছিলাম। আমি বারে বারে এই জেলায় আসি। আর প্রচুর প্রকল্পের উদ্বোধন করে যায়, যা আগে কখনো হয় নি। তিনি বলেন, ২ টাকা দরে চাল ও গম পাচ্ছে রাজ্যের ৮ কোটি মানুষ। প্রতি কেজিতে রাজ্য সরকারকে ২২ টাকা করে ভর্তুকি দিতে হয়। এ রাজ্যে মানুষ চিকিত্‍সা পায় বিনা পয়সায়। তিনি কন্যাশ্রী প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, এই প্রকল্প আজ বিশ্ববন্দিত। এই প্রকল্পে রাজ্যের ৪৫ লক্ষ মেয়ে বৃত্তি পাচ্ছে। যেখানে দিল্লির সরকার একটি প্রকল্প করেছে, যার জন্য বরাদ্দ মাত্র ১০০ কোটি টাকা। মাথাপিছু ৩ টাকাও পড়ে না। ওরা মুখে শুধু বড় বড় কথা বলে। ” রূপশ্রী প্রকল্পের নাম উল্লেখ করে তিনি বললেন, “বছরে দেড়লক্ষ টাকা রোজগার, সেই পরিবারের মেয়েরা বিয়ের জন্য ২৫ হাজার টাকা করে পাবে। ” কৃষকদের উদ্দেশ্যে বলেন, তাদের সব খাজনা মুকুব করে দেওয়া হয়েছে , মিউটেশনের জন্যে ও কোনো খরচ হবে না । একটি বিশেষ প্রকল্পের নাম উল্লেখ করে তিনি এদিন বলেন ,” নিম্ন দামোদর অববাহিকা প্রকল্পের জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এই প্রকল্প রূপায়িত হলে চার জেলা সেচের জন্য জল পাবে। এবারের বন্যায় বেশ কিছু কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকার সেই কৃষকদের সাহায্য করতে ১২০০ কোটি টাকা দিয়েছে।সিপিএম সরকারের ঋণের বাবদ ৪৮ হাজার কোটি টাকা কেটে নেওয়া হচ্ছে নতুবা রাজ্যে আরও উন্নয়নের কাজ করা যেত। “আর এই নিয়েই সুর চড়াচ্ছে বিজেপি। তাদের দাবি পঞ্চায়েতে বিজেপি ভালো আসন পাবে।রাজ্যে বিজেপি ঝড় যে উঠেছে তা বুঝতে পেরেছে তৃণমূল আর তাই ভয় পেয়ে মুখ্যমন্ত্রী এমন আবেদন করছেন জনগণের কাছে। নিজেদের উন্নয়নের হিসাব দিতে হচ্ছে সব জায়গায়। তবে পিছিয়ে নেই তৃণমূল পাল্টা বিজেপিকে বিঁধে তাদের দাবী যে তৃণমূল যে উন্নয়ন করেছে তার প্রমান সব জায়গায়। মমতা বন্দোপাধ্যায় মা মাটি মানুষের সরকার। জনগণ বিজেপিকে কখনো ভোট দিয়ে ভুল করবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!