এখন পড়ছেন
হোম > রাজ্য > দলের দায়িত্বে রদবদল ঘটালেন নেত্রী, ডানা ছাটা গেল মমতা ঘনিষ্ঠ হেভিওয়েট দুই মন্ত্রীর! জল্পনা তুঙ্গে

দলের দায়িত্বে রদবদল ঘটালেন নেত্রী, ডানা ছাটা গেল মমতা ঘনিষ্ঠ হেভিওয়েট দুই মন্ত্রীর! জল্পনা তুঙ্গে

লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলাফলের পর একাধিক জায়গায় দলীয় সংগঠনে রদবদল ঘটিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের এলাকাগুলিতে দলের দাপুটে নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে উত্তরবঙ্গের একাংশের দায়িত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এবার অরূপবাবু এবং শুভেন্দুবাবুর দায়িত্বে থাকা জেলাগুলিতে সংগঠনের পুনর্বিন্যাস ঘটালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, শুক্রবার তৃণমূল ভবনে প্রতিটি জেলাকে নিয়ে একটি বৈঠক করা হয়। আর সেখানেই একগুচ্ছ রদবদল করেন তৃনমূল নেত্রী। যেখানে মন্ত্রিত্বের ব্যস্ততার কারণে শুভেন্দু অধিকারীর সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার দায়িত্ব সুব্রত বক্সীর ওপর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি শুভেন্দু অধিকারীর সঙ্গে ঝাড়গ্রামে পার্থ চট্টোপাধ্যায় ও বাকুড়ায় সুব্রত মুখোপাধ্যায়কে বাড়তি দায়িত্ব দিয়েছেন তৃনমূল সুপ্রিমো। একইভাবে মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারীকে রেখে সুব্রত সাহাকে সংগঠন দেখভালের নির্দেশ দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, পুরুলিয়ার জেলার সংগঠনেও এদিন রদবদল ঘটান মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের পর পুরুলিয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল মলয় ঘটক এবং জিতেন্দ্র তিওয়ারির ওপর। তবে সেই জেলার দায়িত্ব কর্নেল দীপ্তাংশু চৌধুরীর ওপর দেন তৃণমূল নেত্রী। অন্যদিকে দলীয় সংগঠনে এদিন কিছুটা হলেও ডানা ছাটা হয় মন্ত্রী অরূপ বিশ্বাসের।

জানা গেছে, আলিপুরদুয়ার জেলা তৃণমূলের পর্যবেক্ষক থেকে অরূপ বিশ্বাসকে সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞরা বলছেন, লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল একদমই ভালো ফল করতে পারেনি। ফলে সেদিক থেকে জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার দায়িত্বে থাকা অরূপ বিশ্বাস সেখানে ঘাসফুল ফোটাতে না পারায়, তার উপর ভরসা হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অরূপ বিশ্বাসকে দায়িত্ব থেকে সরিয়ে দিলে, এই দুই জেলার দায়িত্ব কে নেবে!

এদিন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই দুই জেলা আমি পরে দেখে নেব।” এদিকে দলীয় সংগঠন রদবদল ঘটানোর পাশাপাশি দলকে রাজনৈতিক কর্মসূচিতেও বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে এনআরসি বিরোধী সভা, আর অন্যদিকে ভোটার তালিকা সংশোধন নিয়ে সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। সব মিলিয়ে দলের সংগঠনকে চাঙ্গা করতে শুক্রবারের বৈঠক থেকে একগুচ্ছ পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!