এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মমতাকে চাপে ফেলতে বিজেপির তুরুপের তাস কি নিশীথ? কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণে বাড়ছে জল্পনা!

মমতাকে চাপে ফেলতে বিজেপির তুরুপের তাস কি নিশীথ? কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এবার কি সরাসরি বাংলার দিকে নজর দিতে চাইছেন বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা সম্প্রসারণের পর এই জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। সম্প্রতি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা সম্প্রসারিত হয়। যেখানে বাংলার চার সাংসদকে প্রতিমন্ত্রী করা হয়। তবে উল্লেখযোগ্যভাবে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিককে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে। স্বাভাবিক ভাবেই একেবারে অমিত শাহের দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে নিয়ে এখন কিছুটা হলেও চিন্তা তৈরি হয়েছে তৃণমূল ঘনিষ্ঠ মহলের।

একাংশ বলছেন, ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই বাংলার হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যাচ্ছে রাজ্যপাল থেকে শুরু করে বিরোধী দল বিজেপিকে। সেদিক থেকে বাংলার সাংসদকে নিজের ডেপুটি নিয়ে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর আরও চাপ সৃষ্টির কৌশল প্রয়োগ করবেন বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। পর্যবেক্ষকদের মতে, 2021 এর বিধানসভা নির্বাচনে বাংলা দখল করতে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু শেষ পর্যন্ত সাফল্য মেলেনি। তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। আর তারপর হিংসা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ইস্যুতে তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে দিতে তৎপর রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি।

পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক ইস্যুতে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন। এক্ষেত্রে রাজ্যের পুলিশ প্রশাসনের দুর্বলতা থেকে শুরু করে হিংসার ঘটনা, সব কিছুই দেখভাল করে স্বরাষ্ট্রমন্ত্রক সেদিক থেকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এবং তার প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতেই কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিককে করে লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কার্যত নাস্তানাবুদ করার পরিকল্পনা রয়েছে ভারতীয় জনতা পার্টির বলেই দাবি করছেন একাংশ। যদিও বা এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের দাবি, এসব করে কিছুই হবে না। বিজেপি বাংলাকে যে অসম্মান করে, তা কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণের মধ্যে দিয়েই পরিষ্কার। এক্ষেত্রে বাংলা থেকে যে সমস্ত সাংসদদের মন্ত্রী করা হয়েছে, তাদের সকলকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ পূর্ণমন্ত্রীর দায়িত্ব না দিয়ে শুধুমাত্র সন্তুষ্ট করা হয়েছে বাংলার বিজেপি সাংসদদের।‌ তবে অনেকে আবার বলছেন, তৃনমূল বিষয়টিকে হালকাভাবে নিলেও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিককে একেবারে নিজের দপ্তরের প্রতিমন্ত্রী যেভাবে করে নিলেন অমিত শাহ, তার পেছনে যে বড় কোনো উদ্দেশ্য রয়েছে, তা বলাই যায়। কেননা অমিত শাহের মত সর্বভারতীয় চাণক্য কোনো কারণ ছাড়াই এই রকম সিদ্ধান্ত নেবেন, তা মানতে নারাজ বিশেষজ্ঞরা।

তাই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা তথা বর্তমান বিজেপি সাংসদ নিশীথ প্রামানিককে বাংলার বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর অমিত শাহ নিজের দপ্তরের প্রতিমন্ত্রী করে নেওয়ার পেছনে বেশ কিছু রণনীতি এবং রনকৌশল রয়েছে গেরুয়া শিবিরের বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। অনেকে আবার বলতে শুরু করেছেন, তৃণমূল কংগ্রেসের কাছে এখন টার্গেট দিল্লি দখল। তাই তার আগে বাংলাকে নিজের চোখ দিয়ে দেখতে চাইছেন বিজেপির সর্বভারতীয় চানক্য। এক্ষেত্রে তার বিশ্বাসভাজন হয়ে উঠেছেন নিশীথ প্রামানিক। আর সেই কারণেই তাকে নিজের দপ্তরের প্রতিমন্ত্রী করে বাংলার প্রশাসনের ওপর নজরদারি চালানোর কৌশল নিলেন অমিত শাহ বলেই দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!