এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মমতাকে চাপে ফেলতে নয়া ব্লু-প্রিন্ট, অধিবেশন শুরু হতেই মাস্টারস্ট্রোক শুভেন্দুর!

মমতাকে চাপে ফেলতে নয়া ব্লু-প্রিন্ট, অধিবেশন শুরু হতেই মাস্টারস্ট্রোক শুভেন্দুর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিধানসভার ভেতরে তিনি যে কোনোমতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সরকারকে ছেড়ে কথা বলবেন না, তা ইতিমধ্যেই নিজের বিভিন্ন তৎপরতার মধ্যে দিয়ে পরিষ্কার করে নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিটি বিষয়ে অধিবেশন কক্ষ বন্ধ থাকলেও, বাইরে কখনও রাজ্যপালের দরবারে গিয়ে আবার কখনও বা সাংবাদিক সম্মেলন করে সরকার বিরোধী মনোভাব স্পষ্ট করেছেন তিনি। আর আগামী জুলাই মাসের শুরু থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে। তাই বাইরে সমস্ত বিষয়ে সরব হওয়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার অধিবেশন শুরুর সাথে সাথেই যে বিভিন্ন বিষয়ে রাজ্যের শাসক শিবিরকে চেপে ধরবেন, তা বলাই যায়।

তাই তার আগে কোনোরকম প্রস্তুতিতে যাতে খামতি না থাকে, তার জন্য ময়দানে নেমে পড়লেন নন্দীগ্রামের বিজেপির বিধায়ক। জানা গেছে, এবার দলের প্রতিটি বিধায়ককে নিয়ে আগামী শনিবার রাজ্য দপ্তরে একটি বৈঠকে বসতে চলেছেন তিনি। বলা বাহুল্য, এবারে প্রচুর মানুষ বিজেপির টিকিটে জয়লাভ করেছেন, যাদের পরিষদীয় রাজনীতিতে অভিজ্ঞতা কম। তাই তাদেরকে বিধানসভার ভেতরে কিভাবে কাজকর্ম করতে হবে এবং শাসকদলের বিরুদ্ধে কিভাবে সরব হতে হবে, সেই বিষয়টি তুলে ধরতেই প্রতিটি বিধায়ককে নিয়ে বিধানসভার অধিবেশন শুরুর আগে বুঝিয়ে দিতে চাইছেন শুভেন্দু অধিকারী। আর দলীয় বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারীর এই বৈঠক থেকেই তৃনমূল বিরোধীতার নয়া ব্লুপ্রিন্ট তৈরি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিড়ম্বনা বিধানসভার ভিতর ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আগামী শনিবার বিজেপির রাজ্য দপ্তরে প্রতিটি বিধায়ককে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। যেখানে দিনভর চলবে একটি প্রশিক্ষণ শিবির। যার উদ্বোধন করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তারপরেই বিজেপি বিধায়কদের বিধানসভায় কিভাবে কাজকর্ম করতে হবে, এবং কিভাবে শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, তার বিষয়টি তুলে ধরবেন রাজ্য নেতারা। তবে এই প্রশিক্ষণ শিবিরে প্রধান ভূমিকায় থাকবেন বিজেপির বিরোধী দলনেতা তথা পরিষদীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞ ব্যক্তি হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী।

পর্যবেক্ষকরা বলছেন, 2016 সালে বিজেপির 3 জন বিধায়ক ছিল। সেদিক থেকে তারা রাজ্য বিধানসভায় অতটা গুরত্ব পেত না বিজেপি। কিন্তু এখন রাজ্য বিধানসভায় তারা প্রধান বিরোধী দল। বর্তমানে 75 জন বিধায়ক ভারতীয় জনতা পার্টির। তাই সেই বিধায়কদের প্রত্যেকের বিধানসভায় উপস্থিতি সহ কাজকর্মে যাতে কোথাও কোনো খামতি না থাকে, তার জন্য অধিবেশন শুরুর সাথে সাথেই দলীয় বিধায়কদের নিয়ে প্রশিক্ষণ শিবির করার ওপর জোর দিলেন ভারতীয় জনতা পার্টি। যার প্রধান উদ্যোক্তা শুভেন্দু অধিকারী।

একাংশ বলছেন, আগামী দিনে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির অনেক জনপ্রতিনিধিকে ভাঙ্গিয়ে নেওয়া হতে পারে। সেদিক থেকে বিধানসভার অধিবেশন শুরুর পর যাতে এমন কোনো কাজ শাসক শিবির করতে না পারে, তার জন্য আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছেন শুভেন্দুবাবু। আর তাই বিধানসভার অধিবেশন শুরুর সাথে সাথেই দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক করে অধিবেশনে কিভাবে তৃণমূলের ঘুম উড়িয়ে দেওয়া যাবে, তা নিয়েই সকলের সঙ্গে আলোচনা করতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!