এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতাকে না জানিয়েই চলছে দল, পদ গেল পার্থর! ডানা ছাঁটার প্রক্রিয়া শুরু!

মমতাকে না জানিয়েই চলছে দল, পদ গেল পার্থর! ডানা ছাঁটার প্রক্রিয়া শুরু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিভিন্ন ইস্যুতে দলের একের পর এক নেতাদের বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে চলে আসছে। আর সেই মন্তব্যের ফলেই দলের শৃঙ্খলা ক্রমশ নষ্ট হচ্ছে। মাঝেমধ্যেই দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু যে দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নেত্রী নাকি নিজেই জানেন না যে, কখন শৃঙ্খলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে! আর সেই কারণেই এবার সেই কমিটিতে বড়সড় রদবদল আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বৃহস্পতিবার তৃণমূলের নতুন ভবনে রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই শৃঙ্খলারক্ষা কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কখন শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক হয়, আমি জানতে পারি না। আমাকে কাগজ পড়ে জানতে হয়। এরপর থেকে আমাকে না জানিয়ে এই বৈঠক হবে না।”

শুধু তাই নয়, শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়কেও দায়িত্ব থেকে সরিয়ে দেন তৃণমূল নেত্রী। যেখানে সেই দায়িত্ব দেওয়া হয় সুব্রত বক্সীর ওপর। বিশেষজ্ঞদের মতে, দলের শৃঙ্খলা যে সবার আগে, তা এই সিদ্ধান্তের মধ্যে দিয়েই স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!