এখন পড়ছেন
হোম > রাজ্য > মমতাকে থোড়াই কেয়ার, ফের নবান্নের অস্বস্তি বাড়ালেন ধনকার! চাপে রাজ্য!

মমতাকে থোড়াই কেয়ার, ফের নবান্নের অস্বস্তি বাড়ালেন ধনকার! চাপে রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে ভার্চুয়ালি সেই উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চিকিৎসকদের নিয়োগ নিয়ে রাজ্যপাল বারবার বিড়ম্বনা তৈরি করছেন বলে বুঝিয়ে দিতে চান মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর কাছে রাজ্যপালকে নিয়ে নালিশ জানান তিনি। স্বভাবতই এই পরিস্থিতিতে রাজ্যপালের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে, তার দিকে নজর ছিল সকলের। অবশেষে এই ব্যাপারে মুখ খুলে পাল্টা রাজ্যকে অস্বস্তিতে ফেলে দিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার।

সূত্রের খবর, এদিন একটি টুইট করেন রাজ্যপাল। যেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সম্পূর্ণরূপে খন্ডন করে দেন তিনি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে তথ্য তুলে ধরেছেন বলেও অভিযোগ করেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান। এদিন এই প্রসঙ্গে একটি টুইট করে জাগদীপ ধনকার লেখেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে তথ্য তুলে ধরার বিষয়টি প্রত্যাশিত নয়। রাজ্যের সরকারি দপ্তরে কনসালট্যান্ট নিয়োগ নিয়ে 28 ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো হলেও তিনি কোনো উত্তর এখনও পর্যন্ত দেননি। সংবিধানের 16 নম্বর ধারা ভেঙে অস্বচ্ছ নিয়োগ হয়েছে। তথ্য দিতে ব্যর্থ মুখ্যসচিব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রীর কাছে রাজ্যপালকে নিয়ে নালিশ করেছেন মুখ্যমন্ত্রী। যার পাল্টা জবাব দিয়ে রাজ্যপাল বুঝিয়ে দিলেন যে, মুখ্যমন্ত্রী যে তথ্য পরিবেশন করেছেন, তা একেবারেই ভিত্তিহীন। স্বাভাবিকভাবেই রাজ্যপালের এই বক্তব্যে যে রাজ্য সরকারও চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!