মমতাকে উৎখাত করতে নেতাজীর পথেই আস্থা শুভেন্দুর! কি বললেন বিরোধী দলনেতা? তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য September 5, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এই রাজ্য সরকারকে ভালো কিছু বলে যে আর কোনো লাভ নেই, সেটা স্পষ্ট হয়ে গেছে। কারণ এরা এতটাই নির্লজ্জ যে, এত করুন ঘটনা ঘটে যাওয়ার পরেও যারা বিচারের দাবিতে পথে নামছে, তাদেরকে কুকথা বলতেও ছাড়ছে না। তাই এই পরিস্থিতিতে গান্ধীজীর নীতি অবলম্বন করা যেমন দরকার, ঠিক তেমনই নেতাজি না থাকলে ব্রিটিশদেরকে তাড়ানো যেত না। তাই সেই কথা তুলে ধরে নেতাজির পথ অবলম্বন করেই মমতা ব্যানার্জি এবং তার ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমি পশ্চিমবঙ্গের জনগণকে বলব, গান্ধীজিকে যেমন দরকার, ঠিক তেমনই নেতাজি না থাকলে ব্রিটিশদেরকে তাড়ানো যেত না। তাই এই ধর্ষক বাহিনী এবং মমতা ব্যানার্জিকে উৎখাত করতে হলে নেতাজির পথ অবলম্বন করা দরকার।” অর্থাৎ শুধু ঠান্ডা মেজাজে নয়, বিদ্রোহ করেই যে এই সরকারকে চাপে রাখতে হবে এবং গণতান্ত্রিক আন্দোলনকে এমন পর্যায়ে পৌঁছে দিতে হবে, যাতে এই সরকার উৎখাত হয়, গণ আন্দোলনের সেই কথাই উঠে এলো শুভেন্দু অধিকারীর বক্তব্যে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -