এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > মমতা-মোদীর জোট প্রকাশ্যে? রাজ্য রাজনীতিতে ঝড় তুললেন অধীর!

মমতা-মোদীর জোট প্রকাশ্যে? রাজ্য রাজনীতিতে ঝড় তুললেন অধীর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অতীতে বিভিন্ন সময়ে তৃণমূল এবং বিজেপির সমঝোতা নিয়ে সোচ্চার হয়েছে বাম এবং কংগ্রেস। বাইরে এই দুই দল শত বিরোধিতা করলেও ভেতরে ভেতরে তারা এক বলে দাবি করতে দেখা গেছে বাংলার কংগ্রেস নেতাদের। আর এবার এই গোটা বিষয়ে সোচ্চার হয়ে বিজেপি এবং তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। যেখানে দলীয় কর্মসূচিতে যুক্ত হয়ে কংগ্রেসকে ধ্বংস করতে দিদি এবং মোদী জোট করেছেন বলে দাবি করলেন তিনি।

সূত্রের খবর, আজ কংগ্রেসের পক্ষ থেকে জনজাগরণ কর্মসূচির আয়োজন করা হয়। আর সেখানেই উপস্থিত ছিলেন অধীর চৌধুরী। আর সেই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে একদিকে তৃণমূল এবং অন্যদিকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “ভারতবর্ষে ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদী বলেছিলেন, কংগ্রেস মুক্ত ভারত। আর আজকের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন, কংগ্রেস মুক্ত বিরোধী দল হোক। অর্থাৎ দুজনেই কংগ্রেসকে ধ্বংস করতে চাইছেন। কংগ্রেসকে ধ্বংস করার জন্য দিদি এবং মোদীর মধ্যে জোট হয়েছে। আর সেটা হল অদৃশ্য জোট।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই এতদিন বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে এই ব্যাপারে নানা অভিযোগ করা হয়েছে। কিন্তু এবার যেভাবে গোটা বিষয়ে অধীর চৌধুরী তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সরব হলেন, তাদের দুই দলের অস্বস্তি অনেকটাই বৃদ্ধি পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!