এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতার আবেদনে সায় কেন্দ্রের, জেনে নিন!

মমতার আবেদনে সায় কেন্দ্রের, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  কেন্দ্র-রাজ্যের দ্বৈরথ নতুন কিছু নয়। বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের দূরত্ব তৈরি হয়েছে। তৃতীয় তৃণমূল সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই সেই দূরত্ব আরও বৃদ্ধি পেতে দেখা গেছে। তবে এবার রাজ্যের এক আবেদনকে মান্যতা দিল কেন্দ্রীয় সরকার। যেখানে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে আরও তিন মাস থাকার ব্যাপারে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই কেন্দ্রের এই ছাড়ে যথেষ্ট খুশি রাজ্য প্রশাসন।

বলা বাহুল্য, রাজ্যের পক্ষ থেকে এই ব্যাপারে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মুখ্যসচিব হিসেবে মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে এই ব্যাপারে কি সিদ্ধান্ত জানানো হয়, তার দিকে নজর ছিল সকলের। অবশেষে কেন্দ্রের পক্ষ থেকে এই ব্যাপারে সবুজসংকেত দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই মুখ্যসচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায় আরও তিন মাস থাকতে পারবেন, এই খবর সামনে আশায় খুশি বাংলার প্রশাসনিক মহলের একাংশ।

প্রসঙ্গত উল্লেখ্য, 2020 সালের সেপ্টেম্বর মাসে মুখ্যসচিবের পদে আসীন হন আলাপন বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তের প্রশাসনিক কর্তা নিয়ে। নিয়মানুযায়ী, এই মাসেই অবসর নেওয়ার কথা ছিল তার। কিন্তু একদিকে করোনা পরিস্থিতি এবং অন্যদিকে ভয়াবহ দুর্যোগ “ইয়াস” আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই তার মাঝে গুরুত্বপূর্ণ এই অফিসার যদি অবসর গ্রহণ করেন, তাহলে পরিস্থিতি সামলাতে অনেকটাই অসুবিধে হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের কাছে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে আরও কিছুদিন রাখার ব্যাপারে ছাড়পত্র চেয়েছিল রাজ্য সরকার। আর সোমবার এই ব্যাপারে ছাড়পত্র দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। যে সিদ্ধান্তে অনেকটাই খুশি রাজ্য প্রশাসন। এদিন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মুখ্যসচিব তিন মাসের জন্য এক্সটেনশন পেয়েছেন। আমরা খুশি হয়েছি। তার অভিজ্ঞতা রয়েছে আমফানে কাজ করার। করোনার সময়ও কাজ করেছেন তিনি।”

বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয় না বলে বারবার অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যসচিবকে রাখার ব্যাপারে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আবেদন খারিজ না করে তা বহাল রেখেছে কেন্দ্রীয় সরকার। যার ফলে প্রবল খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংকটজনক পরিস্থিতিতে দক্ষ অফিসারকে দিয়ে যদি কাজ না করানো যায়, তাহলে অনেকটাই অসুবিধে হতে পারে।

তাই মুখ্যসচিবের হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ শেষের আগেই তাকে আরও কিছুদিন রেখে দেওয়ার ব্যাপারে আবেদন করা হয়েছিল। যে আবেদনে সায় দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই এই পরিস্থিতিতে অন্যান্য বিষয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে দ্বৈরথ তৈরি হলেও, মুখ্যসচিবকে নিয়ে রাজ্যের আবেদন গ্রহণ করে সায় দিল কেন্দ্র।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!