এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার আদলে দূর্গা প্রতিমা হিন্দু ভাবাবেগে আঘাত? বিস্ফোরক অভিযোগ বিজেপি শীর্ষ নেতার!

মমতার আদলে দূর্গা প্রতিমা হিন্দু ভাবাবেগে আঘাত? বিস্ফোরক অভিযোগ বিজেপি শীর্ষ নেতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলায় একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগ বারবার তুলতে দেখা যায় ভারতীয় জনতা পার্টিকে। এক্ষেত্রে বাংলা হিন্দুদের জন্য সুরক্ষিত নয় বলেও বারবার তুলে ধরেছে গেরুয়া শিবির। সামনেই শারদ উৎসব। আর তার আগে প্রতিটি ক্লাব নিজেদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছে। আর এর মাঝেই দেখা যাচ্ছে, একটি ক্লাবের পক্ষ থেকে দুর্গা প্রতিমা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেই দুর্গা প্রতিমা বানানো হচ্ছে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে।

স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ব্যাপক মাত্রায় প্রচার করতে শুরু করেছেন তৃণমূলের নেতা কর্মীরা। কিন্তু সেই বিষয়টি নিয়েই এবার সরব হতে দেখা গেল বিজেপির শীর্ষ নেতা অমিত মালব্যকে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাঙালির রক্ত লেগে রয়েছে বলে সোচ্চার হলেন তিনি। পাশাপাশি গোটা ঘটনাকে হিন্দু ভাবাবেগে আঘাতের সঙ্গেও তুলনা করলেন এই বিজেপি নেতা। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সরব হন বিজেপির সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য। যেখানে মা দুর্গাকে অপমান করা হয়েছে বলে একটি টুইট করেন তিনি। টুইটে এই বিজেপি নেতা লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নিষ্পাপ বাঙালির রক্ত লেগে রয়েছে। ভোট-পরবর্তী হিংসায় বাংলার কি অবস্থা, তা সকলেই জানেন। আর এইভাবে হিন্দু ভাবাবেগে আঘাত দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এটা বন্ধ করা উচিত। এইভাবে মা দুর্গাকে অপমান করা হচ্ছে।” অর্থাৎ গোটা বিষয়ে মন্তব্য করে তৃণমূলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি হওয়া এই দুর্গা প্রতিমাকে নিয়ে প্রচার করা হলেও, তাকে ফিকে করে দিতে চাইলেন এই বিজেপি নেতা।

বলা বাহুল্য, সম্প্রতি একটি ক্লাবের পক্ষ থেকে এই মূর্তি তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা প্রধান বিষয় হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু সেই বিষয়টি সামনে আসার পরেই মা দুর্গাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা অমিত মালব্য। যার ফলে সেই ক্লাব কর্তৃপক্ষ থেকে শুরু করে ঘাসফুল শিবির কিছুটা হলেও চাপের মুখে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!